Published : 19 Dec 2024, 06:06 PM
আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা ও লক্ষ্য অর্জনে ভবিষ্যৎ প্রজন্মকে পারদর্শী করতে ‘ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি’ কোর্স চালু করেছে অনলাইন প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল ও মোবাইলে আর্থিক সেবাদান কোম্পানি বিকাশ।
বুধবার বিকাশ এক বিজ্ঞপ্তিতে বলেছে, তাদের প্রধান কার্যালয়ে টেন মিনিট স্কুলের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আর্থিক ব্যবস্থাপনায় পারদর্শী প্রজন্ম দেশের অর্থনীতির ভিত মজবুত করতে সাহায্য করবে। সে লক্ষেই পার্সোনাল ফাইন্যান্স, বাজেটের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, আর্থিক প্রতারণা সম্পর্কে সচেতনতা, আর্থিক লক্ষ্য নির্ধারণ ও অর্জন- এসব বিষয়ে কোর্সটিতে মৌলিক ধারণা দেওয়া হবে।”
চুক্তি সই অনুষ্ঠানে বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক উপস্থিত ছিলেন।