Published : 23 Oct 2022, 08:41 PM
পণ্য উৎপাদন, মজুদ ও বিপণন সম্পর্কে তাৎক্ষনিকভাবে জানতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে ট্রান্সকম বেভারেজেস লিমিটেড (টিবিএল)।
অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রস্তুতকারক প্রতিষ্ঠান সহজেই ডিস্ট্রিবিউটরদের থেকে তহবিল সংগ্রহ ও সমন্বয় করতে পারবে বলে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং লুৎফুল আরেফিন খান ও ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের সিএফও মোহাম্মদ ইসমাইল।
“কালেকশন সল্যুশনের জন্য এপিআই সংযোগের সাথে ব্যাংকের ভার্চুয়াল অ্যাকাউন্ট ব্যবহার করে টিবিএল তাদের ডিস্ট্রিবিউটর থেকে পেমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ক্লায়েন্ট কভারেজ, কর্পোরেট, কমার্শিয়াল ও ইন্সটিটিউশনাল ব্যাংকিং এনামুল হক বলেন, “এপিআই সংযোগসহ কালেকশন সল্যুশনের জন্য এই ভার্চুয়াল অ্যাকাউন্ট বিভিন্ন শিল্পজুড়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে এবং ফার্স্ট মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) শিল্পে এটি আনতে পেরে আমরা আনন্দিত।”
ট্রান্সকম গ্রুপের সিএফও কামরুল হাসান বলেন, “আজকের যুগে এমন একটি প্রযুক্তি সত্যিই ভীষণ প্রয়োজনীয়। এই সল্যুশনটি আমাদের কাজ আরও সহজ করেছে, গ্রাহকদের জন্য ত্রুটিমুক্ত ও রিয়েল-টাইম রিফ্লেকশন নিশ্চিত করেছে, দ্রুত গ্রাহক পরিষেবা প্রদান আমাদের সাহায্য করেছে এবং সার্বিক কাজ কমিয়ে এনেছে। এই ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা তুলনামূলক ৪-৫ ঘণ্টা আগেই গ্রাহকসেবা নিশ্চিত করতে পারছি।”