Published : 27 Dec 2023, 04:38 PM
২০২২-২০২৩ অর্থবছরের জন্য ‘খাদ্য ও সহযোগী’ খাতে জাতীয় ট্যাক্স কার্ড ও সর্বোচ্চ করদাতা ২০২৩ নির্বাচিত হয়েছে নেসলে বাংলাদেশ পিএলসি।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, সপ্তমবারের মতো এই সম্মাননা পেয়েছে নেসলে বাংলাদেশ পিএলসি। ব্যবসায়িক নীতি ও আর্থিক স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতির সাক্ষ্য থাকায় সর্বোচ্চ করদাতা হতে পেরেছে তারা।
সর্বোচ্চ করদাতা হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর দেয়া পুরস্কার গ্রহণ করেছে নেসলে বাংলাদেশ পিএলসি। কোম্পানির পক্ষে পুরস্কার নেন ফাইন্যান্স ও কন্ট্রোল পরিচালক ইয়াসিথ গেহান আত্তানায়েকে, কর্পোরেট এফেয়ারস পরিচালক দেবব্রত রায় চৌধুরী।
অন্যদিকে এনবিআরের পক্ষে ছিলেন চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম, ও অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়রুজ্জামান মজুমদার।