Published : 23 Jan 2025, 09:28 PM
দেশে দক্ষ মানুষ তৈরি করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পাঠাও’ নিয়ে এসেছে ‘এইম ইন্টার্নশিপ প্রোগ্রাম’।
এ প্রোগামে ‘সমস্যার সমাধান চিন্তা, সমাধানের পরিকল্পনা ও সফলভাবে কাজ শেষ করা এবং ভবিষ্যতের জন্য দক্ষ মানুষ তৈরি করতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে।
বৃহস্পতিবার পাঠাও হেডকোয়ার্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘এইম ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫’ এর উদ্বোধন করা হয়।
পাঠাওয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশ থেকে পাওয়া ৫ হাজার আবেদন থেকে শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে এ প্রোগামের জন্য।
পাঠাও-এর হেড অফ এইচআর এইচ এ সুইটি বলেন, “অংশগ্রহণকারীদের প্রতিভা আর উদ্যম এখানে বড় কিছু আনবে। আমি এবং আমার টিম সবসময় তাদের পাশে আছি।
“এইম ইন্টার্নশিপ প্রোগ্রামটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ইন্টার্নরা হাতে-কলমে শিখতে পারে, বাস্তব সমস্যার সমাধানে কাজ করতে পারে।”
এবারের প্রোগামে থাকছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও একটি ডিজিটাল প্লাটফর্ম, যা অনেক দৈনন্দিন জীবনের অংশ এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে। প্ল্যাটফর্মটি বাংলাদেশে পাঁচ লাখের বেশি কাজের সুযোগ তৈরি করেছে।
বর্তমানে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসের ব্যবসায় থাকা পাঠাও ১০ মিলিয়নের বেশি ব্যবহারকারী, তিন লাখ চালক ও ডেলিভারি এজেন্ট, এক লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে পরিষেবা চালু রেখেছে।
পুরনো খবর
আরও ১২ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেল পাঠাও