Published : 22 Aug 2023, 06:24 PM
পাঁচ শতাধিক পরিবেশকসহ প্রায় ৭০০ জনের একটি প্রতিনিধি দল নিয়ে নেপালের রাজধানীর কাঠমান্ডুতে পরিবেশক সম্মেলন করেছে আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস্ লিমিটেড।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, গত ২০ অগাস্ট কাঠমান্ডুর ইয়ক অ্যান্ড ইয়াতি হোটেলের রয়্যাল গ্র্যান্ড কনফারেন্স হলে ‘অ্যাচিভার্স সামিট ২০২৩’ শীর্ষক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসিরউদ্দিন বলেন, “দেশের সীমানা পেরিয়ে আকিজ প্লাস্টিকসের প্লাস্টিক সামগ্রী বর্তমানে ভারত, সৌদি আরব এবং সুদানে রপ্তানি হচ্ছে। চলতি অর্থবছরে আমাদের যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে।”
আকিজ গ্রুপের সিইও সেখ আজরাফউদ্দিন বলেন, “প্লাস্টিক পণ্যের ক্ষেত্রে আকিজ শুধু বাংলাদেশের সেরা ব্র্যান্ড নয়, আন্তর্জাতিকভাবে বড় ব্রান্ডের স্বীকৃতির দাবিদার। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বিদেশের মাটিতে এত বিপুল সংখ্যক পরিবেশকদের নিয়ে সম্মেলন তারই ইঙ্গিত বহন করে।”
আকিজ গ্রুপের হেড অফ মার্কেটিং তারিক রায়হান মিঠুর উপস্থাপনায় এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আকিজ প্লাস্টিকসের হেড অব অপারেশন্স মিনহাজ বিন মিজান, হেড অব সেলস শহিদুল ইসলাম, হেড অব কর্পোরেট সেলস আতিকুর রহমান, আকিজ পাইপসের হেড অব অপারেশন্স পরিতোষ মিত্র ও হেড অব সেলস ফজলুল হক মোল্লা প্রমুখ।