Published : 12 Oct 2023, 05:52 PM
অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল ৬১ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি তাদের ফেইসবুক পেইজে নতুন বিনিয়োগ পাওয়ার খবর জানিয়েছে।
টেন মিনিট স্কুল ২০১৫ সাল থেকে শিক্ষার্থীদের জন্য অনলাইনে কনটেন্ট তৈরি করে আসছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন বিনিয়োগে নেতৃত্ব দিয়েছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম কনজাংশন ক্যাপিটাল, পিক ফিফটিনের সার্জ ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। এর মাধ্যমে টেন মিনিট স্কুলে বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৮ কোটি টাকায়।
টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বলেন, “টেন মিনিট স্কুলে, আমরা সব সময় শিক্ষাকে সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যে কাজ করছি। এই বিনিয়োগ যে শুধু আমাদের লক্ষ্যকে সমর্থন দিচ্ছে তা নয়, এর পাশাপাশি তা বাংলাদেশের শিক্ষার্থীদের পড়াশোনা ও দক্ষতা উন্নয়ন খাতে আমাদের ভূমিকাকে উৎসাহিত করেছে।
"এই পর্বের বিনিয়োগের মাধ্যমে আগামী প্রজন্মকে পড়াশোনা ও দক্ষতা সম্পর্কিত উন্নত সহায়তা দিয়ে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এখন আমাদের ভিশনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।"