Published : 26 Jan 2025, 08:44 PM
প্রবাসী আয়ের পর এবার তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের বিদেশি আয়ও স্থানীয় পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মাধ্যমে দেশে আনার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
পিএসপি মূলত ‘ই-ওয়ালেট’ সেবা দিয়ে থাকে। এসব প্রতিষ্ঠানকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইনভিত্তিক লেনদেন পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ করতে হয়।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, দেশে বর্তমানে ১৮টি কোম্পানি পিএসপি সেবা দেয়।
এতদিন শুধু ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের আয় দেশে আনা যেত।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল ওয়ালেট প্রোভাইডার কিংবা এগ্রিগেটরেরদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আইটি খাতের ক্ষুদ্র ক্ষুদ্র আয় প্রত্যাবাসনের সুযোগ দেওয়া হয়েছে।”
বাংলাদেশ ব্যাংকের আরেক কর্মকর্তা বলেন, “বেশ কয়েকটি ব্যাংক এ ধরনের আয় প্রত্যাবাসন করে থাকে। এ জাতীয় লেনদেনের সংখ্যা বেশি হলেও অর্থের পরিমাণ তুলনামূলক কম। তাই ছোট ছোট আয় পিএসপির মাধ্যমে সহজে প্রত্যাবসন হবে।”
২০২৩ সালের সেপ্টেম্বরে দেশে ডলার সংকট কাটাতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) প্রবাসী আয় নিয়ে আসার অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক।