Published : 30 Dec 2024, 08:51 PM
প্রতিবছরের মতো ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ থাকায় এদিন সব তফসিলি ব্যাংকে লেনদন বন্ধ থাকবে।
ব্যাংক লেনদেন বন্ধ থাকায় মঙ্গলবার শেয়ারবাজারেও লেনদেন হবে না।
তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। ওইদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। এজন্য এদিনে ব্যাংক বন্ধ থাকে।
প্রথা অনুযায়ী, বছরে দুই দিন ব্যাংক হলিডে থাকে। আরেকটি দিন হচ্ছে ১ জুলাই। ওইদিন ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়।