Published : 03 Mar 2025, 05:51 PM
বাজারে তারল্য সরবরাহ নিয়ন্ত্রণে চলতি মার্চ মাসে ৪ দিন বাংলাদেশ ব্যাংক বিল নিলাম অনুষ্ঠিত হবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ৩০, ৯০ ও ১৮০ দিন মেয়াদি বিলের ওপর আগামী ৫, ১২, ১৯ ও ২৭ মার্চ এসব নিলাম হবে।
“এতে ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানসহ দেশের যেকোনো বিনিয়োগকারী সর্বনিম্ন ১০ লাখ টাকা বা ১০ লাখ টাকার গুণিতক অংকের যেকোনো মূল্যে বিড দাখিল করতে পারবেন।”
কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রতি ১০০ টাকার ‘ফেইস ভ্যালুর’ জন্য ডিসকাউন্টে বিলের প্রস্তাবিত ক্রয়মূল্য উল্লেখসহ মোট অভিহিত মূল্য উদ্ধৃত করে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বিড করতে হবে।
নিলামের দিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএম মডূলের মাধ্যমে বিড দাখিলের কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।
নিলামের ফল দুপুর ১টার মধ্যে ঘোষণা করা হবে। নিলামে অংশগ্রহণের বিশদ পদ্ধতিগত নির্দেশনা ইতোমধ্যে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারল্য সংকটের সময় ব্যাংকগুলোকে সহায়তা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন গ্রাহকরা দুর্বল ব্যাংক থেকে টাকা উঠিয়ে তুলনামূলক ভালো ব্যাংকে বিনিয়োগ করেছেন।
“এতে কিছু ব্যাংকে অতিরিক্ত তারল্য রয়েছে। তাই বাংলাদেশ ব্যাংক এ মূহুর্তে অতিরিক্ত তারল্য ব্যাংকিং চ্যানেল থেকে উঠিয়ে নিতে চাইছে। যেসব ব্যাংকের কাছে অতিরিক্ত তারল্য রয়েছে, তারা বাংলাদেশ ব্যাংকের কাছে সেই টাকা জমা দিয়ে বিল কিনবে।”
গত নভেম্বরে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
ওই সময় এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, “গ্রাহকের টাকা নিরাপদ রয়েছে। তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে ২২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।"
চার মাস আগের তারল্য সহায়তার প্রসঙ্গ টেনে বাংলাদেশ ব্যাংকের এ কর্মকর্তা বলেন, “যে তারল্য সহায়তা দেওয়া হয়েছে, তা যেন মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করতে না পারে, সে জন্যই বাংলাদেশ ব্যাংক বিলের ব্যবস্থা।”