Published : 12 Oct 2022, 12:23 AM
প্রযুক্তি ও সৌন্দর্যের সমন্বয়ে সৃষ্টি রোসা ফসেট্স পণ্য বাজারে এনেছে আকিজ বাথঅয়্যার। এটি আকিজ গ্রুপের নতুন অঙ্গ প্রতিষ্ঠান।
মঙ্গলবার ঢাকার এক পাঁচ তারা হোটেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হয় বলে আকিজ বাথঅয়্যারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক সামসুদ্দিন আহমেদ, আকিজ বিল্ডিং ম্যাটেরিয়াল্স এর পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, নির্বাহী পরিচালক এম আর জামিল, আকিজ বাথওয়্যারের হেড অব সেলস মোস্তাফিজুল আরেফিন, রোজা ব্র্যান্ড লিড গোলাম রাব্বানী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “রোসা ফসেট্স এবং বাথওয়্যারের এই নতুন কালেকশন শুধু দেখতেই সুন্দর নয়; প্রতিটি ফসেট বিশ্বমানের উপাদান এবং সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছে।”