Published : 28 Jan 2025, 08:40 PM
নিয়মিত কর্মসূচির পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাসে সারা দেশে একযোগে খোলা বাজারে (ওএমএস) বিশেষ কর্মসূচির মাধ্যমে চাল বিক্রি করবে সরকার।
রমজান মাস সামনে রেখে নিম্ন আয়ের মানুষের ‘সুলভ মূল্যে’ চাল প্রাপ্তি নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়ার কথা বলছে খাদ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে দেশের উপজেলা পর্যায়ে প্রতিদিন সর্বনিম্ন এক থেকে তিন টন করে চাল বিক্রি হবে।
এর মধ্যে ৬১টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন তিন টন করে চাল বরাদ্দ দেওয়া হবে। তিন পার্বত্য জেলার ২৩টি উপজেলায় দেওয়া হবে এক টন করে।
এই ৪২৪টি উপজেলার ৮৪৮টি কেন্দ্রে ওএমএসের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে। প্রতিকেজি ৩০ টাকা দরে একজন কিনতে পারবেন সর্বোচ্চ পাঁচ কেজি।
সাধারণত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি বছরে পাঁচ মাস চলে। প্রথম ধাপ চলে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত।
আরেক ধাপ চলে মার্চ ও এপ্রিলে। সরকার নির্ধারিত ৫০ লাখ পরিবার এই সুবিধায় চাল কিনতে পারে।
ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদরের পৌরসভা, আট সিটি করপোরেশন ও শ্রমঘন চার (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) জেলার ৯০৬টি কেন্দ্রে দৈনিক এক টন করে ৯০৭ টন (সচিবালয় কেন্দ্রে দৈনিক ২ টন) চাল বিক্রি করা হবে হবে বলেও মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।