Published : 09 Feb 2023, 06:01 PM
ফ্রেশ প্রিমিয়াম টি’র মিউজিক্যাল প্ল্যাটফর্ম ‘ফেশ সাউন্ড’র আয়োজনে দেশব্যাপী কনসার্ট ট্যুর শুরু হচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি।
এই আয়োজনের সঙ্গী হয়ে সঙ্গীত শিল্পী তাহসান রহমান খান তার সঙ্গীত জীবনের দুই দশক উদযাপন করতে যাচ্ছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেঘনা গ্রুপ।
এতে বলা হয়েছে, ফ্রেশ চায়ের 'এক কাপে কাঁপিয়ে দিন' শিরোনামকে পূর্ণতা দিতে শুরু হচ্ছে এই সঙ্গীত আয়োজন। আগামী শনিবার চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হবে এই আয়োজন।
কনসার্টে তাহসান তার জনপ্রিয় গানগুলো গাইবেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেইসবুকে ‘সেই তুমি কে?’ গানটি কাভার করা ভক্তদের মধ্য থেকে নির্বাচিত একজন তাহসানের সঙ্গে সরাসরি মঞ্চে উঠে গান গাওয়ার সুযোগ পাবেন।