Published : 24 Apr 2024, 08:37 PM
বিকাশ অ্যাপ থেকে অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের নির্দিষ্ট কোর্স নিয়ে পেমেন্ট করলে গ্রাহক পাবেন ১৫ শতাংশ ক্যাশব্যাক, যার সর্বোচ্চ সীমা ২০০ টাকা পর্যন্ত।
বিকাশ অ্যাপের হোম স্ক্রিনের সাজেশনস সেকশন থেকে ‘টেন মিনিট স্কুল’ সিলেক্ট করে ৩০ জুন পর্যন্ত অফারটি গ্রহণ করা যাবে বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই অফারের আওতায় টেন মিনিট স্কুলের লাইভ কোর্স, স্পোকেন ইংলিশ, আইইএলটিএস, ফ্রিল্যান্সিং এর মত ভাষা শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট কোর্স, ইংলিশ মাস্টার্স, কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং-এর মত বান্ডেল কোর্স, বুয়েট, মেডিকেল, ভার্সিটির ভর্তি পরীক্ষার কোর্স, এসএসসি-এইচএসসি প্রস্তুতি ও অনলাইন ব্যাচের জন্য অ্যাকাডেমিক কোর্স, চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিসহ নানা ধরনের কোর্স নিতে পারবেন বিকাশ গ্রাহকরা।