Published : 06 Oct 2023, 10:25 PM
পিছিয়ে পড়া নারীদের এগিয়ে যেতে উদ্যোক্তা হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
তিনি বলেছেন, “দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থনীতি গড়তে দেশে উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। তাই উদ্যোক্তাদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।”
শুক্রবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দুই দিনের ‘উই’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করে নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)।
কে এম খালিদ বলেন, “উই উৎসাহ ও উদ্দীপনা প্রদানের মধ্য দিয়ে আমাদের নারী সমাজকে জাগ্রত করছে। রক্ষণশীলতা ও মৌলবাদকে রুখে দিয়ে নারীদের সমাজে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দিয়েছে।”
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “নারীদের আত্মকর্মসংস্থান ও আত্মমর্যাদা সৃষ্টিতে ই-কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর ই-কমার্সেরই একটি বৃহৎ প্ল্যাটফর্ম হচ্ছে ‘উই'। করোনাকালীন ই-কমার্স ছিল আমাদের অর্থনীতির লাইফলাইন।”
উই’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, “অনেকেই বলেন- নারীরা নারীদের ভালো দেখতে পারেন না। কিন্তু আমরা এ ধারণা ভেঙে দিতে চাই। উই সেটা ভেঙে দিতে কাজ করছে।”
নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে ‘উই’ কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা পলিসি ডায়ালগ করে তাদের সুবিধা-অসুবিধা বোঝার চেষ্টা করেছি। সামিটে সারা দেশের নারী উদ্যোক্তাদের সমস্যা, অসুবিধা, বিড়ম্বনাসহ নানা বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির বিষয়েও জোর দেওয়া হবে।
“আমরা চাই, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা নারী উদ্যোক্তরাও এই সামিটের মাধ্যমে তাদের অবস্থান শক্ত করতে কাজ করার সাহস পাবেন।”
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ অন্যদের মধ্যে বক্তব্য দেন।