Published : 28 Nov 2024, 01:34 AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমকে ‘ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার’ অভিযোগ করে এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি জাতীয় নাগরিক কমিটি পৃথক মিছিল বের করে ক্ষোভ প্রকাশ করেছে। পরে টিএসসিতে উভয় সংগঠনের যৌথ মিছিল থেকে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
বুধবার রাত ১১টার কিছু আগে এ কর্মসূচিতে অংশ নিতে টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির শাহবাগ থেকে এ ঘটনার প্রতিবাদে মিছিল বের করে। তাদের মিছিল রাজু ভাস্কর্য এর কাছে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলের সঙ্গে যুক্ত হয়। পরে বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বর ঘুরে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, "বাংলাদেশের হিন্দুদেরকে হিন্দুত্ববাদ থেকে বের করে আনতে হবে। হিন্দুত্ববাদের প্রভাব থেকে বেরিয়ে মুক্ত করতে হবে।
সারজিস-হাসনাতের বহরের গাড়ি দুর্ঘটনার কবলে
"বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গত ১৫ বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত তাদের চিহ্নিত করে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।"
এসময় বাংলাদেশের রাজনীতি ও কূটনীতি দিল্লির প্রভাবমুক্ত করার দাবি তোলেন তিনি।
এদিন সন্ধ্যায় চট্টগ্রামে সংঘর্ষের মধ্যে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা থেকে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়ি বহরের একটি প্রাইভেটকার দুর্ঘটনার কবলে পড়ে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগাড়া থানার চুনতি হাজী রাস্তার মোড় এলাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি শুভ রঞ্জন চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফেরার পথে তাদের গাড়ি বহরের সামনে থাকা একটি প্রাইভেটকারের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। কেউ হতাহত হয়নি।”
ঘটনার পর ট্রাকচালক ও সহকারীকে আটক করা হয়। পরে সমন্বয়করা চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন বলে ওসি জানান।