Published : 14 Jul 2024, 04:23 PM
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শুরু হওয়া এ কর্মসূচির কারণে বাহাদুর শাহ পার্কের চারপাশে যানজট তৈরি হয়।
আর শিক্ষকরা আগের মতোই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে ‘সর্বাত্মক কর্মবিরতি’ পালন করেন।
সড়ক অবরোধ কর্মসূচিতে কর্মচারী সমিতির সভাপতি জামাল হোসাইন বলেন, “আমাদের এই আন্দোলন কিছু অসাধু মহলের বিরুদ্ধে। আমলারা আমাদের ওপর প্রত্যয় স্কিম নামের একটি বোঝা চাপিয়ে দিতে চাচ্ছে। অযৌক্তিক এই স্কিম বাতিল না হলে আমরা কেউই কর্মক্ষেত্রে ফিরব না, আমাদের কর্মবিরতি চলমান থাকবে।”
কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, “পেনশন আমাদের অধিকার। আমাদের সেই অধিকারে থাবা দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আমরা এই ধরনের কাজ যৌক্তিক সিদ্ধান্ত মানি না।”
কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল কাদের (কাজী মনির) বলেন, “প্রত্যয় স্কিমের নামে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নাজেহাল ও হয়রানি করা হচ্ছে। আমাদের দাবি কোনো অযৌক্তিক দাবি নয়। আমরা দেখেছি গতকাল আলোচনার নামে প্রহসন সৃষ্টি হয়েছে। আমাদের অধিকার আদায়ে প্রয়োজনে মহাসমাবেশ ডাক দিব।
“সরকারের পক্ষ থেকে শিক্ষকদের বুঝ দেওয়া হয়েছে। শিক্ষকরা ক্লাসে ফিরলেও আমরা কর্মক্ষেত্রে ফিরব না। প্রয়োজনে ইউজিসি ঘেরাও করব।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাশরিক হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের শিক্ষক ফেডারেশনের একটি বৈঠক হয়েছে, দ্রুতই প্রেস রিলিজ আসবে। আজকে শিক্ষক ফেডারেশনের বৈঠকে দাবি মানার ব্যাপারে আলোচনা হয়েছে, কিন্তু অগ্রগতি হয়নি, তাই আমাদের কর্মবিরতি চলবে।
“আমাদের আন্দোলনের গতিপথ পরিবর্তনের ব্যাপারে কথা বার্তা চলছে। ঢাকাস্থ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে মহাসমাবেশের কথা ভাবছে শিক্ষক সমিতি ফেডারেশন।”