Published : 20 Jun 2025, 09:49 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র সংস্কার ও নির্বাচন বিষয়ে দুই দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে রোববার।
‘দ্য স্টেট রিফর্মস অ্যান্ড ইলেকশন ডিসকোর্স ইন ট্রানজিশনাল ডেমোক্রেসিস: ফ্রম মাস আপরাইজিং টু ইলেকশন অ্যান্ড স্টেট বিল্ডিং’ শীর্ষক এই সম্মেলনটি হবে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে।
শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক কাজী মাহবুবুর রহমান।
ছায়া সংস্কার কমিশন, ছায়া জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক ও নীতি বিজ্ঞান গবেষণা ফাউন্ডেশনের এই যৌথ আয়োজনের প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে থাকবেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
লিখিত বক্তব্যে সম্মেলনের আহ্বায়ক বলেছেন, প্রথম দিনে উদ্বোধনী বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান। সে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ. এস. এম. আমানুল্লাহ এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য দিল রওশন জিন্নাত আরা নাজনীন।
এছাড়াও প্রথম দিনের বিভিন্ন অধিবেশনে সভাপতি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেনসহ আরও অনেকে।
অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, সম্মেলনের দ্বিতীয় দিনে সমাপনী বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইয়াহইয়া আখতার।
সম্মেলনে বাংলাদেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও অন্যান্য বিষয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা তাদের গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করবেন জানিয়ে তিনি বলেন, “এসব প্রবন্ধ বর্তমান বাংলাদেশে রাষ্ট্রসংস্কার ও নির্বাচনকে ঘিরে যে সংকট তৈরি হয়েছে, তা থেকে গণতান্ত্রিক উত্তরণের পথ খুঁজে পেতে সহায়ক হবে।”
সম্মেলনে বিভিন্ন বিষয়ভিত্তিক অধিবেশনের পাশাপাশি থাকবে সুশীল সমাজ ও রাজনৈতিক দল সম্পর্কিত পর্ব, যেখানে ‘ছায়া সংস্কার কমিশনের’ বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ বলেন, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা প্রাথমিক ডেটা সংগ্রহের মাধ্যমে এই সম্মেলনের ভিত্তি গড়ে তুলেছেন। সংস্কারের রূপরেখা তৈরি করা এবং বাস্তবায়ন করা—এই দুটো বিষয়ই চ্যালেঞ্জিং।
“রাজনৈতিক দলগুলোকে এমনভাবে কাজ করতে হবে, যাতে জনগণ সেই সংস্কারে ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতা দেখতে পায়।”
সম্মেলনে রাজনৈতিক দলের কিছু নেতার সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকবে জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ কে এম মতিনুর রহমান।