Published : 03 Sep 2024, 09:57 PM
গুচ্ছ ভর্তি পরীক্ষার পদ্ধতিতে ভর্তির পরও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন প্রক্রিয়া চালুসহ চার দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরে গেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের দশজনের একটি দল সেনাবাহিনীর সহযোগিতায় সচিবালয়ে প্রবেশ করেন। একই দাবিতে এর আগে তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনেও বিক্ষোভ করেন।
দাবিগুলো হল- গুচ্ছ ভর্তি পরীক্ষায় চূড়ান্ত ভর্তির পরেও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাইগ্রেশন চালু রাখা, দুর্নীতির তদন্ত, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার পর নতুন মেরিট দেওয়া এবং ভর্তি পরীক্ষার ফলাফলে দুর্নীতি ও বৈষম্য না করা।
শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া শিক্ষার্থীদের একজন ফাহিম বলেন, “আমরা চার দাবিতে আন্দোলন করে আসছি। আজকে (মঙ্গলবার) সচিবালয়ে আসছি। এখন উপদেষ্টার কাছে গিয়ে দেখি তিনি কী বলেন।”
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত হয়। গত ২০ জুলাই ওই ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।