Published : 01 Dec 2023, 03:48 PM
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে বেলুন উড়িয়ে শুক্রবার সকালে শোভাযাত্রার সূচনা করেন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
পরে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শোভাযাত্রা শেষ হয়। সেখানে সংগীত বিভাগের উদ্যোগে জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গান পরিবেশন করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে ‘স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তি’ প্রতিহতের আহ্বান জানিয়ে উপাচার্য মাকসুদ কামাল বলেন, তরুণ ও যুব সমাজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ এবং বিজয়ের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে।
“যারা আজও এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে তৎপর রয়েছে, তাদের সকল অপচেষ্টা মোকাবেলা করে এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।”
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।