ইমার্জিং টিমস এশিয়া কাপ
Published : 27 Oct 2024, 11:58 PM
ফাইনালের মঞ্চে জ্বলে উঠলেন বিলাল সামি ও মোহাম্মদ ঘাজানফার। তাদের চমৎকার বোলিংয়ে ইনিংস বড় করতে পারল না শ্রীলঙ্কা। পরে সেদিকুল্লাহ আতালের অপরাজিত ফিফটি ও বাকিদের অবদানে ইমার্জিং টিমস এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো আফগানিস্তান।
টি-টোয়েন্টি সংস্করণের এই প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান ‘এ’ দল।
প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তুলল আফগানরা। তৃতীয় শিরোপা জয়ের দুয়ারে গিয়েও হতাশা নিয়ে ফিরতে হলো লঙ্কানদের।
অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। কিন্তু শেষ ধাপে এসে খেই হারিয়ে ফেলল তারা। ঘাজানফার ও বিলালের দুর্দান্ত বোলিংয়ে ১৫ রানে ৪ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৩ রান করতে পারে সেহান আরাচিগের সৌজন্যে। ৬ চারে ৪৭ বলে ৬৪ রান করেন তিনি।
পেসার বিলাল ২২ রানে ৩ উইকেট নেন। তবে স্রেফ ১৪ রান দিয়ে দুই শিকার ধরে ফাইনালের সেরা হন অফ স্পিনার ঘাজানফার।
রান তাড়ায় শুরুতে নেমে জয় নিয়ে মাঠ ছাড়েন সাদিকুল্লাহ। ১ ছক্কা ও ৩ চারে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৭ বল বাকি থাকতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় আফগানরা।
ওমানে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা শিবিরে ম্যাচের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন বিলাল। পরের তিন ওভারে তিনি ও নুয়ানিদু ফার্নান্দো মিলে বিদায় করেন আরও তিন ব্যাটসম্যানকে। লঙ্কানদের প্রথম চার ব্যাটসম্যানের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।
পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ২৫ রান করতে পারে শ্রীলঙ্কা।
ভীষণ চাপে পড়া দলকে টানেন আরাচিগে। পাভান রাত্নায়েকের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন তিনি। পাভান বিদায় নেন ২০ রান করে। নিমেশ ভিমুকথির সঙ্গে আরাচিগের ৪২ রানের জুটিতে একশ ছাড়ায় শ্রীলঙ্কার রান। একটি করে ছক্কা-চারে ২৩ রান করেন নিমেশ।
৪০ বলে ফিফটি করা আরাচিগেকে শেষ পর্যন্ত আউট করতে পারেনি আফগানিস্তান।
রান তাড়ায় প্রথম বলেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতকে হারিয়ে ফাইনালে ওঠা আফগানরা। শুরুর সেই ধাক্কা সামাল দেয় তারা সেদিকুল্লাহ ও দারউইশ রাসুলির জুটিতে। এই দুজনের ৪৩ রানের যুগলবন্দি ভাঙে ১ ছক্কা ও ২ চারে ২৪ রান করা রাসুলির বিদায়ে।
সেদিকুল্লাহর সঙ্গে ৫২ রানের জুটিতে ৩ ছক্কায় ৩৩ রান করেন করিম জানাত। মোহাম্মদ ইসহাককে নিয়ে বাকি পথ পাড়ি দেন সেদিকুল্লাহ। একটি করে ছক্কা-চারে ৬ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলেন ইসহাক।