আইপিএল
Published : 08 May 2025, 08:21 PM
তরুণ ব্যাটিং সেনসেশন লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের পর দক্ষিণ আফ্রিকার আরেক জনকে দলে যোগ করেছে রাজস্থান রয়্যালস। সান্দিপ শার্মার বদলি হিসেবে নান্দ্রে বার্গারকে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।
চোটের কারণে ছিটকে পড়া নিতিশ রানার বদলি হিসেবে বৃহস্পতিবার তরুণ ব্যাটিং সেনসেশন লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে দলে টানে রাজস্থান। এদিনই পরে ২৯ বছর বয়সী প্রোটিয়া পেসার বার্গারকে রাজস্থানের দলে নেওয়ার কথা জানায় আইপিএল কর্তৃপক্ষ। চলতি আসরের বাকি অংশে খেলবেন বার্গার।
২০২৪ আসরে রাজস্থানের হয়ে ৬ ম্যাচ খেলে ৭ উইকেট নেওয়া এই ক্রিকেটার সাড়ে ৩ কোটি রুপিতে রাজস্থানে যোগ দিয়েছেন।
আইপিএলের চলতি আসরের প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে রাজস্থান। প্রাথমিক পর্বে তাদের ম্যাচ বাকি আর কেবল দুটি।
আগামী সোমবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে রাজস্থান। আসরে তাদের শেষ ম্যাচ ১৬ মে, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। ১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখন টেবিলে নবম স্থানে আছে রাজস্থান।
গত ২৮ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে বোলিং করার সময় শুবমান গিলের একটি ড্রাইভ ঠেকাতে গিয়ে আঙুলে চোট পান সান্দিপ। ওই ম্যাচে পুরো চার ওভার করে ৩৩ রান খরচায় ১ উইকেট নেন রাজস্থানের এই পেসার।
পরে স্ক্যানে তার আঙুলে চিড় ধরা পড়ে। আসরে ১০ ম্যাচ খেলে সান্দিপ ৯ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৯.৮৯ রান দিয়ে।
তার দুর্ভাগ্যে সুযোগ পাওয়া বার্গার এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টি ৬৯ ম্যাচ খেলে ৭৭ উইকেট নিয়েছেন। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৭৩ করে।
চোটের কারণে অনেক দিন ধরে মাঠের বাইরে আছেন বার্গার। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির এবারের আসরেও খেলতে পারেননি তিনি।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে ৩ টেস্ট, ৫ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলা বার্গারের পেশাদার ক্রিকেটে সবশেষ ম্যাচ গত সেপ্টেম্বরে, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে।