দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সিরিজ
Published : 06 Jun 2025, 06:34 PM
ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে জাতীয় দলের দরজা খুললেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। জিম্বাবুয়ে সফরের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় ১৯ বছর বয়সী আগ্রাসী উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
নিয়মিত ও অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে শুক্রবার ১৬ জনের দল ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুক্রি কনরাড। প্রিটোরিয়াসসহ স্কোয়াডে টেস্ট অভিষেক না হওয়া ক্রিকেটারের সংখ্যা পাঁচ জন।
টেম্বা বাভুমার নেতৃত্বে ঘোষিত স্কোয়াডে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন প্রিটোরিয়াস, লেসেগো সেনোকোয়ানে ও ফাস্ট বোলার কোডি ইউসুফ।
এখনও টেস্ট অভিষেক না হওয়া মিডল-অর্ডার ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিস ও অফ স্পিনার প্রেনেলান সুব্রায়েনও আছেন দলে। এই দুজন অবশ্য এর আগে জাতীয় দলের হয়ে সফর করেছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ নয়। জিম্বাবুয়ে এর অংশ নয়। সামনের সময়ের জন্য স্কোয়াডের গভীরতা বাড়ানোর সুযোগ হিসেবে সিরিজটি কাজে লাগাতে চান কনরাড।
তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের ফাইনালের পর নিয়মিত ক্রিকেটারদের মধ্যে এইডেন মার্করাম, রায়ান রিকেল্টন, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর ফাইনালের পর অবসর নিতে পারেন ড্যান প্যাটারসন।
মাত্র ১৯ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার চার দিনের ঘরোয়া টুর্নামেন্টে অভিষেক হওয়ার পর প্রথম আসরেই আলো ছড়ান প্রিটোরিয়াস। পাঁচ ম্যাচে ৩টি সেঞ্চুরিসহ ৭২.৬৬ গড়ে তিনি করেন ৪৩৬ রান। চলতি মাসে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের হয়ে চার দিনের ম্যাচও খেলেন তিনি।
নতুন ক্রিকেটারদের নিয়ে গড়া এই স্কোয়াডে প্রায় দেড় বছর পর ফিরেছেন জুবাইর হামজা।
বুলাওয়ায়োতে আগামী ২৮ জুন শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। একই মাঠে ৬ জুলাই থেকে হবে দ্বিতীয় ম্যাচ।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, কর্বিন বশ, টনি ডি জর্জি, জুবাইর হামজা, কেশাভ মহারাজ, কিউনা মাফাকা, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, লেসেগো সেনোকোয়ানে, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরেইনা, কোডি ইউসুফ।