Published : 16 May 2025, 07:59 PM
দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে বেশি দূর যেতে দিলেন না স্বর্ণা আক্তার ও সাবিকুন নাহার। তবে ছোট লক্ষ্যে আবার হতাশ করলেন বাংলাদেশের ব্যাটাররা। ছোট পুঁজিতেই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল সফরকারীরা।
কক্সবাজারের একাডেমি মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৩৬ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। ১১৬ রানের পুঁজি নিয়ে স্বাগতিকদের মাত্র ৭৯ রানে গুটিয়ে দেয় তারা।
তিন ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়।
সিরিজের প্রথম ম্যাচে আগ্রাসী ফিফটিতে দলকে জিতিয়েছিলেন স্বর্ণা। দ্বিতীয় ম্যাচে শুক্রবার বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়েও চেষ্টা করেন তরুণ অলরাউন্ডার। কিন্তু ওপরের সারির ব্যাটারদের ব্যর্থতায় জিততে পারেনি বাংলাদেশ।
লেগ স্পিনে স্বাগতিক ব্যাটিংয়ে ভাঙন ধরান কোমোতো রাপু। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ৯ রানে ৩ উইকেট নেন প্রোটিয়া অধিনায়ক।
রান তাড়ায় প্রথম ওভারে চার মারেন সাথি রানি। পরের দুই ওভারে বাউন্ডারির দেখা পান আরেক ওপেনার রুবাইয়া হায়দার।
চতুর্থ ওভারে সাথিকে বোল্ড করেন জিন্টেল কুলা। ২২ রানে ভাঙে উদ্বোধনী জুটি। দলের পঞ্চাশ রানের মধ্যে ড্রেসিং রুমে ফেরেন আরও চার ব্যাটার।
ষষ্ঠ উইকেটে ইনিংসের সর্বোচ্চ ২৩ রানের জুটি গড়েন স্বর্ণা ও ফারজানা ইয়াসমিন। আগের ম্যাচে এই দুজনের অবিচ্ছিন্ন জুটিতেই জিতেছিল বাংলাদেশ।
এবার তারা পারেননি। ১৬ রান করে স্বর্ণার বিদায়ের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দলের ব্যাটিং। মাত্র ৬ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা।
ম্যাচের প্রথমভাগে টস জিতে দক্ষিণ আফ্রিকাও তেমন ভালো ব্যাটিং করতে পারেনি। দলের পঞ্চাশের আগে ড্রেসিং রুমে ফেরেন তিন ব্যাটার।
চার নম্বরে নেমে দুই দল মিলিয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন লিয়ান্ডা এনজুজা। পরে কিপার-ব্যাটার ভেরুন্নিসা রেড্ডির অপরাজিত ২৫ রানের সৌজন্যে একশ পার করে দক্ষিণ আফ্রিকা। যা জয়ের জন্য যথেষ্ট হয়।
বাংলাদেশের পক্ষে ২০ রানে ৩ উইকেট নেন স্বর্ণা। বাঁহাতি স্পিনার সাবিকুন ১৮ রানে পান ২ উইকেট।
একই মাঠে রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং: ২০ ওভারে ১১৫/৮ (টানিক্লিফ ১১, ডি ক্লার্ক ২৩, লরেন্স ১১, এনজুজা ৩০, টাকার ৪, রেড্ডি ২৫*, মার্ক্স ০, জোন্স ১, রাপু ১, কুলা ৩*; ফারজানা ৪-০-২৮-০, ফুয়ারা ৪-০-২৫-১, সাবিকুন ৪-০-১৮-২, স্বর্ণা ৪-০-২০-৩, আনিসা ২-০-১৩-০, মিষ্টি ২-০-৯-০)
বাংলাদেশ ইমার্জিং: ১৬.২ ওভারে ৭৯ (সাথি ৯, রুবাইয়া ১১, শারমিন ৪, মিষ্টি ৪, আফিয়া ১৭, ফারজানা ১০, স্বর্ণা ১৬, সাদিয়া ৩, সাবিকুন ১*, আনিসা ০, ফুয়ারা ০; টাকার ২.২-০-১২-১, মার্ক্স ২-০-২০-১, কুলা ৪-০-১৫-২, রাপু ৪-১-৯-৩, জোন্স ২-০-১৩-০, এনজুজা ২-০-১০-১)
ফল: দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ৩৬ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা
প্লেয়ার অব দা ম্যাচ: কোমোতো রাপো