Published : 27 Jun 2025, 06:16 PM
কলম্বো টেস্টে ইনিংস পরাজয় এড়াতে এখনও ৯৬ রান প্রয়োজন বাংলাদেশের। উইকেট বাকি আছে মাত্র ৪টি।
টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৪৫৮ রান শেষ হয় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। পাথুম নিসাঙ্কার ১৫৮ রানের ইনিংসের পর ৮৪ রান করেন কুসাল মেন্ডিস।
বাংলাদেশের তাইজুল ইসলাম শিকার করেন ৫ উইকেট।
২১১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ শুক্রবার দিন শেষ করে ৬ উইকেটে ১১৫ রান নিয়ে।
সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২ উইকেটে ২৯০ রান নিয়ে দিনের খেলা শুরু করে লঙ্কানরা। ১৪৬ রানে অপরাজিত থাকা নিসাঙ্কাকে দ্রুতই ফেরান তাইজুল। ২৫৪ বলে ১৫৮ রানে আউট হন এই ওপেনার।
আগের টেস্টে তিনি করেছিলেন ১৮৭।
লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা ও নাইটওয়াচম্যাচ প্রাবাথ জায়াসুরিয়া লম্বা সময় টেকেননি। ৩৩ রান করা কামিন্দু মেন্ডিস বোল্ড হন নাঈম হাসানের দারুণ ডেলিভারিতে।
দুর্দান্ত ব্যাটিংয়ে ৮৭ বলে ৮৪ রান করে শ্রীলঙ্কার রান সাড়ে চারশ পার করান কুসাল মেন্ডিস। দ্বিতীয় রানের চেষ্টায় রান আউট হয়ে সম্ভাব্য শতরান হারান তিনি।
ক্যারিয়ারের ১৭তম বার ইনিংসে ৫ উইকেটের স্বাদ পান তাইজুল। দেশের বাইরে ৫ উইকেটে তিনি এখন সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ (৫ বার)।
বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে উইকেট হারায় নিয়মিত বিরতিতে। ক্রিজে যাওয়া সব ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁলেও কেউ ৩০ রান পর্যন্ত যেতে পারেননি। কেউ আউট হয়েছেন ভালো ডেলিভারিতে, কেউ ছুঁড়ে এসেছেন উইকেট। দল তাই বড় হারের মুখে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১১৬.৫ ওভারে ৪৫৮ (আগের দিন ২৯০/২) (নিসাঙ্কা ১৫৮, জায়াসুরিয়া ১০, ধানাঞ্জায়া ৭, কামিন্দু ৩৩, কুসাল ৮৪, দিনুশা ১১, থারিন্ডু ১০, ভিশ্ব ২*, আসিথা ০; ইবাদত ১৪-০-৫৫-০, তাইজুল ৪২.৫-৪-১৩১-৫, নাহিদ ২০-১-৯৪-১, মিরাজ ২০-১-৭৫-০, নাঈম ১৮-৪-৮৭-৩, মুমিনুল ২-০-৮-০)।
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৮.৪ ওভারে ১১৫/৬ (সাদমান ১২, এনামুল ১৯, মুমিনুল ১৫, এনামুল ১৯, মুশফিক ২৬, লিটন ১৩*, মিরাজ ১১; আসিথা ৮-১-২২-১, ভিশ্ব ৬-৩-১৬-০, জায়াসুরিয়া ১৪-২-৪৬-২, ধানাঞ্জায়া ৪-১-১৩-২, দিনুশা ৩-১-৭-০, থারিন্ডু ২.৪-০-১০-১)।