Published : 30 Oct 2023, 05:00 PM
এই বিশ্বকাপে এখনও পর্যন্ত বাংলাদেশের যা পারফরম্যান্স, তাতে প্রতিপক্ষের কাছ থেকে সমীহ খুব বেশি পাওয়ার কারণ নেই। তবে সামনের ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তানও তো খুব ভালো অবস্থায় নেই! এই কারণেই হোক বা স্রেফ ক্রিকেটীয় ভব্যতা থেকে, বাংলাদেশের প্রতি বেশ শ্রদ্ধা দেখালেন পাকিস্তান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন। পাশাপাশি তিনি জানিয়ে রাখলেন, বাংলাদেশের দুর্বলতাগুলো তারা কাজে লাগানোর চেষ্টা করবেন।
গত মাসেই এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। বাংলাদেশকে সেখানে সহজেই হারায় পাকিস্তান। সেই ম্যাচের অভিজ্ঞতা থেকেই বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা আছে বলে জানালেন ব্র্যাডবার্ন।
বাংলাদেশ যেমন টানা ৫ ম্যাচ হেরে এই ম্যাচে নামবে, পাকিস্তানও তেমনি হেরেছে সবশেষ ৪ ম্যাচ। গত ম্যাচে অবশ্য তারা প্রায় হারিয়েই দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। শেষ পর্যন্ত অল্পের জন্য হেরে গেলেও প্রেরণার রসদ মিলেছে। সেটিকে সঙ্গী করেই বাংলাদেশের বিপক্ষে নতুন ভাবে নিজেদের মেলে ধরতে চান পাকিস্তান কোচ।
“আমি সন্তুষ্ট যে আজকে সকালে স্কিল নিয়ে দারুণ একটি বৈঠকের পর আজকে আমরা অনুশীলনে এসেছি গত ম্যাচের পারফরম্যান্সকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে। অতীত নিয়ে খুব একটা ভাবতে চাই না আমরা, বরং পুরোপুরি সামনে তাকাচ্ছি।”
“বাংলাদেশকে আমরা খুব ভালোভাবে জানি। গত মাসেই এশিয়া কাপে খেলেছি ওদের সঙ্গে। আগেও খেলেছি। এটি আমাদের জন্য নতুন ভেন্যু। তবে নিজেদের হোমওয়ার্ক সেরে নিয়েছি আমরা। পরের তিন ম্যাচে আমরা নিজেদের সেরাটা মেলে ধরতে চাই।”
পাকিস্তান যেমন গত ম্যাচের প্রেরণাকে সঙ্গী করে এগোতে চাই, বাংলাদেশ তেমনি চাইবে গত ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হারের বিভীষিকা যতটা সম্ভব ভুলে যেতে। শুধু গত ম্যাচই নয়, প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জয়ের পর টানা ৫ ম্যাচের কোনোটিতেই লড়াই করতে পারেনি সাকিব আল হাসানের দল।
তবু বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক পাকিস্তান কোচ।
“বাংলাদেশকে আমরা প্রবল শ্রদ্ধা করি। মানসম্পন্ন এক দল ক্রিকেটার ওরা। আমরা খুব ভালোভাবে দেখেছি যে তাদের কোন দুর্বলতা আমরা কাজে লাগাতে পারি এবং কোথায় তাদের শক্তির জায়গা। বাংলাদেশের জন্য আমরা তাই খুব ভালোভাবে প্রস্তুত।”
বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে স্রেফ দুইবার। ১৯৯৯ সালে ঐতিহাসিক এক জয় পেয়েছিল বাংলাদেশ। গত বিশ্বকাপে পাকিস্তান জিতেছিল বড় ব্যবধানে।