Published : 03 Jul 2025, 11:05 AM
এজবাস্টন টেস্টে ভারতের একাদশ দেখে যেন আকাশ থেকে পড়েছেন ডেল স্টেইন। জাসপ্রিত বুমরাহর মতো একজন বোলারকে বাইরে রাখা দেখে বিশ্বাসই করতে পারছেন না তিনি। ব্যাপারটিকে তুলনা করেছেন তিনি ক্রিস্তিয়ানো রোনালদোকে পর্তুগালের একাদশে না খেলানোর সঙ্গে। প্রোটিয়া পেস কিংবদন্তির মতে, এই সিদ্ধান্ত স্রেফ পাগলামো।
ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ভারতের একাদশ জানার পর থেকেই এই তোলপাড় চলছে। আলোচনার শুরু অবশ্য আরও আগে থেকেই। চোটপ্রবণ শরীরের কারণে বুমরাহকে এই সিরিজের পাঁচ টেস্টের তিনটিতে খেলানো হবে, এমন আলোচনা চলছিল সিরিজ শুরুর বেশ আগে থেকেই। তবে প্রথম টেস্ট ও দ্বিতীয় টেস্টের মধ্যে যেহেতু এক সপ্তাহের বিরতি ছিল, বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা ছিল, হেডিংলি টেস্টের পর এজবাস্টনেও খেলানো হবে তাকে। পরের তিন টেস্টে হয়তো তাকে বেছে বেছে খেলানো হবে।
কিন্তু হেডিংলিতে হেরে সিরিজে পিছিয়ে থাকা ভারত এজবাস্টনে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় দলের সেরা বোলিং অস্ত্রকে। তা দেখে চমকে গিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সর্বকালের সেরা পেসারদের একজন ডেল স্টেইন।
“পর্তুগালের আছে বিশ্বের সেরা স্ট্রাইকার রোনালদো, কিন্তু তারা সিদ্ধান্ত নিল তাকে না খেলানোর। এটা তো স্রেফ পাগলামো! ভারতীয় দলে বুমরাহকে না খেলানোর ব্যাপারটিও এমন কিছুই… উম, তাকে… ওয়েট, ওহ নো, কী যে হচ্ছে! ধ্যাৎ, ধন্দে পড়ে গেলাম!”
টসের সময় অবশ্য বুমরাহকে বাইরে রাখার কারণ ব্যাখ্যা করেছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল।
“তার ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই (বিশ্রামের সিদ্ধান্ত)। আমরা যদিও বেশ ভালো বিরতি পেয়েছি এবং এই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে পরের টেস্ট ম্যাচটি লর্ডসে। আমাদের মনে হয়েছে, সেখানে উইকেটে আরও বেশি কিছু থাকবে (পেসারদের জন্য), কাজেই তাকে সেখানে ব্যবহার করা ভালো হবে।”
তবে অধিনায়কের যুক্তি বা ভারতের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত সন্তুষ্ট করতে পারছে না অনেককেই। স্কাই স্পোর্টসে আলোচনায় বুমরাহকে বাইরে রাখায় ভারতের টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিয়েছেন ধারাভাষ্যকার ও সাবেক কোচ রাভি শাস্ত্রি, বিস্ময় প্রকাশ করেছেন ইংলিশ পেস গ্রেট স্টুয়ার্ট ব্রড।
বুমরাহকে বিশ্রাম দিয়ে ভারত এই টেস্টে বেছে নিয়েছে সুইং বোলার আকাশ দিপকে। প্রথম দিনে অবশ্য ভারতীয় দল ব্যাটিং করা বুমরাহকে নিয়ে আলোচনা খুব বেশি গতি পায়নি। অধিনায়ক শুবমান গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে প্রথম দিনে ৫ উইকেটে ৩১০ রান করেছে ভারত।