Published : 14 May 2025, 09:09 PM
ওয়ানডে সিরিজের ছন্দ টি-টোয়েন্টিতেও ধরে রাখলেন স্বর্ণা আক্তার। প্রবল চাপের মুভ উপহার দিলেন তিনি দুর্দান্ত এক ইনিংস। এই অলরাউন্ডারের আগ্রাসী ফিফটিতে জয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ ইমার্জিং নারী দল।
কক্সবাজারের একাডেমি মাঠে বুধবার দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ ইমার্জিং নারী দল।
১১৭ রানের লক্ষ্যে ২৩ রান তুলতেই ড্রেসিং রুমের পথ ধরেন বাংলাদেশের প্রথম চার ব্যাটার। ছোট্ট জুটির পর পঞ্চাশ পেরিয়ে বিদায় নেন আরেকজন। সেই আঁধার থেকে দলকে জয়ের আলোয় আনেন স্বর্ণা। ফারজানা ইয়াসমিনের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে ৩ বল বাকি থাকতে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
সাত নম্বরে নেমে ৫ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলেন স্বর্ণা। এক দিনের ম্যাচের সিরিজের শেষ ম্যাচে ৩০ বলে ৪১ রানের সঙ্গে বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন ১৮ বছর বয়সী লেগ স্পিনিং অলরাউন্ডার।
স্বর্ণার রান পাওয়া বাংলাদেশ জাতীয় দলের জন্যও সুখবর। বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক আঙিনায় থাকলেও ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না তিনি।
২৩ রানে ৪ উইকেট হারানোর পর প্রাথমিক প্রতিরোধ গড়েন আফিয়া আসিমা ইরা ও ফারজানা। ২৮ রানের জুটি গড়ে আউট হন ১২ রান করা আফিয়া।
এরপর আর উইকেট পড়তে দেননি ফারজানা ও স্বর্ণা। ৫৮ বলে ৬৭ রানের জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দুই অলরাউন্ডার।
দুপুরে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সফরকারীরা। ৩ ওভারের মধ্যে ড্রেসিং রুমে ফেরেন দুই ওপেনার।
তৃতীয় উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৫৪ রানের জুটি গড়েন ফে টানিক্লিফ ও সিমোনে লরেন্স। ২টি করে চার-ছক্কায় ৩৭ বলে ৪৩ রান করেন টানিক্লিফ। লরেন্সের ব্যাট থেকে আসে ৩২ বলে ৩২ রান।
শেষ দিকে লিয়ান্ডা এনজুজা ও ডেলমি টাকারের ছোট ছোট ইনিংসে একশ পার করে তারা। তবে সেটি জয়ের জন্য যথেষ্ট হয়নি।
একই মাঠে শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং: ২০ ওভারে ১১৬/৬ (টানিক্লিফ ৪৩, ডি ক্লার্ক ১, মার্ক্স ০, লরেন্স ৩২, এনজুজা ২২, টাকার ১১, জোন্স ৩*, জাফটা ১*; হাবিবা ৪-০-১৭-২, নিশিতা ৪-০-২২-১, সাবিকুন ৪-০-২২-১, ফারজানা ৪-০-২৩-১, স্বর্ণা ৪-০-৩১-০)
বাংলাদেশ ইমার্জিং: ১৯.৩ ওভারে ১১৮/৫ (দিলারা ৯, মিষ্টি ০, শারমিন ০, রুবাইয়া ৮, আফিয়া ১২, ফারজানা ২৫*, স্বর্ণা ৫০*; টাকার ৪-০-১৪-১, মার্ক্স ৩.৩-০-২৬-২, জোন্স ৪-১-১১-২, জাফটা ১-০-১১-০, কুলা ১-০-৭-০, রাপো ৪-০-২৪-০, লেগোডি ১-০-৮-০, এনজুজা ১-০-১৩-০)
ফল: বাংলাদেশ ইমার্জিং ৫ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ইমার্জিং ১-০তে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: স্বর্ণা আক্তার