Published : 18 May 2025, 08:29 AM
লেগ স্পিনার মুহাম্মাদ জুহাইবকে স্লগ সুইপে ছক্কা মারলেন পারভেজ হোসেন ইমন স্কয়ার লেগের ওপর দিয়ে। ৯ ছক্কার মধ্যে ওই একটিই ব্যতিক্রম। বাকি সব কটি ছক্কা লং অন আর লং অফ দিয়ে। পাঁচটি চারের তিনটিই লং অফ বা ওয়াইড লং অফ দিয়ে। চার-ছক্কার এই চিত্র থেকেই পরিষ্কার, নির্দিষ্ট পথে তিনি এগিয়ে গেছেন। ম্যাচের পর বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান বললেন, নিজের প্রক্রিয়ায় থেকেই বিশেষ এই ইনিংসটি খেলতে পেরেছেন তিনি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম শতরানের রেকর্ডটি তারই। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ততটা সুযোগ তিনি পাননি। যতটুক পেয়েছে, তা পারেননি কাজে লাগাতে। অবশেষে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শনিবার তিনি উপহার দিলেন সেঞ্চুরি।
৫৩ বলের এই সেঞ্চুরিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৯ বছরের শতরানের খরা কেটেছে। ৯ ছক্কায় তিনি গড়েছেন বাংলাদেশের রেকর্ড।
প্রথম সেঞ্চুরির পর প্রথমবার ম্যান অব দা ম্যাচ হয়ে পারভেজের ছোট্ট প্রতিক্রিয়া, “এটা আমার জন্য স্পেশাল ইনিংস। আমার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি… আমার জন্য বিশেষ কিছু।”
পারভেজের শটের রেঞ্জ এখনও খুব সমৃদ্ধ নয়। তবে সোজা ব্যাটে তিনি বরাবরই ভালো। এই ম্যাচে আরব আমিরাতের বোলাররা অনেক বল করেছেন তার শক্তির জায়গায়। ২২ বছর বয়সী ব্যাটসম্যান তা কাজে লাগিয়েছেন দারুণভাবে।
শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ছক্কায় বল মাঠের বাইরে চলে যাওয়ার ঘটনা নিয়মিতই দেখা যায়। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য তা বিরল। পারভেজ এ দিন চার দফায় বল আছড়ে ফেললেন স্টেডিয়ামের বাইরে।
স্কয়ার অব দা উইকেট খুব বেশি শট তিনি খেলেননি বা খেলার প্রয়োজন হয়নি। ম্যাচের পর বললেন, উইকেটের আচরণ বুঝে ইনিংসটি গড়েছেন তিনি।
“আমি চেষ্টা করেছি উইকেট বুঝে নিজের প্রক্রিয়ায় থাকতে এবং নিজের পরিকল্পনায় থেকে এগিয়ে যেতে।”
সেঞ্চুরি করার পর এবার ধারাবাহিকভাবে রান করার পালা। সিরিজের শেষ ম্যাচ সোমবার।