Published : 26 Jun 2025, 07:59 PM
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে বল হাতে তেমন কোনো প্রভাব রাখতে পারেননি রাভিন্দ্রা জাদেজা। ভারতের অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডারের বোলিং দেখে চরম বিস্মিত ধারাভাষ্যকার ও সাবেক ইংলিশ ব্যাটসম্যান মার্ক বুচার।
আন্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্টে লম্বা সময় দাপট দেখানোর পরও ৫ উইকেটে হেরে যায় ভারত। চতুর্থ ইনিংসে ৩৭১ রানের লক্ষ্য শেষ দিনের বেশ খানিকটা সময় বাকি থাকতে ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে পাঁচ সেঞ্চুরির পরও ম্যাচ হারের তেতো স্বাদ পায় ভারতীয়রা।
জয়ের জন্য শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫০ রান, ভারতের ১০ উইকেট। এ দিন জাদেজার বোলিংয়ে অনায়াসে রান করেন বাঁহাতি ওপেনার বেন ডাকেট। রিভার্স-সুইপে অভিজ্ঞ ভারতীয় বোলারকে এলোমেলো করে দেন তিনি। পরে একই কাজ করেন আরেক বাঁহাতি বেন স্টোকসও।
পিচের ভাঙা জায়গাগুলোতে খুব একটা বল ফেলতে পারেননি জাদেজা। শেষ সেশনে যখন তিনি ভাঙা জায়গা কাজে লাগিয়ে টার্ন ও বাউন্সে স্টোকসের উইকেট তুলে নেন, ততক্ষণে ম্যাচ তাদের নাগালের বাইরে চলে গিয়েছিল।
গোটা ম্যাচে ৪৭ ওভার বোলিং করে ১৭২ রান দিয়ে ওই একটি উইকেটই শুধু নিতে পারেন জাদেজা। উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্ট-এ সাবেক ব্যাটসম্যান বুচার বলেন, একজন অভিজ্ঞ ক্রিকেটারের এমন বোলিংয়ে খুবই অবাক হয়েছেন তিনি। বিশেষ করে, পিচের ভাঙা জায়গাগুলো আরও আগেই কাজে লাগানো উচিত ছিল ৩৬ বছর বয়সী অলরাউন্ডারের।
“আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে, সে এতটা খারাপ বোলিং করেছে… যদি অভিজ্ঞতার কথা বলেন, সব অভিজ্ঞতা তার আছে। তার বা কিপার রিশাভ পান্তের কাছেও মনে হয়নি যে, বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য গোটা দিন ভাঙা পিচে বল করাই ভালো ধারণা হতে পারে।”
এই ম্যাচে ব্যাটিংয়েও তেমন কিছু করতে পারেননি জাদেজা। প্রথম ইনিংসে ১১ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ২৫ রানে। দুই ইনিংসেই শক্ত অবস্থানে থেকে ধস নামে ভারতের শেষ দিকের ব্যাটিংয়ে।
ক্রিকেটের অভিজাত সংস্করণে জাদেজার সময় ভালো কাটছে না কয়েক মাস ধরেই। গত বছরের নভেম্বরে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর থেকে চার টেস্টে তিনি উইকেট নিতে পেরেছেন কেবল ৫টি।