Published : 21 Aug 2024, 06:51 PM
প্রকৃতি বাগড়া দিয়েই চলেছে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরে। পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দুই দিনই ভেসে গেছে বৃষ্টিতে।
ইসলামাবাদ ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে বুধবারও মাঠে গড়ায়নি বল। আগের দিনের মতো এদিনও টস করা সম্ভব হয়নি।
দুই দলের প্রথম চার দিনের ম্যাচেও বাধা দিয়েছিল বৃষ্টি। সবমিলিয়ে ওই ম্যাচে খেলা হয় মাত্র ১৭৩.৫ ওভার, দুই দিনেরও কম৷ ড্রয়ে শেষ হয় লড়াই।
লাল বলের সিরিজ শেষে একই মাঠে আগামী ২৬, ২৮ ও ৩০ অগাস্ট তিনটি এক দিনের ম্যাচ খেলবে দুই দল।