এনসিএল টি-টোয়েন্টি
Published : 14 Dec 2024, 06:20 PM
চোট কাটিয়ে এক মাসের বেশি সময় পর মাঠে ফিরে ব্যাট হাতে জ্বলে উঠলেন নাজমুল হোসেন শান্ত। ঝড়ো ইনিংস খেলে দলকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। তবে বোলিংয়ে পেরে উঠল না তার দল রাজশাহী বিভাগ। ফজলে মাহমুদ রাব্বির ফিফটিতে প্রথম জয়ের স্বাদ পেল বরিশাল বিভাগ।
এনসিএল টি-টোয়েন্টিতে শনিবার বরিশাল জিতেছে ৫ উইকেটে। একই সময়ে আরেক ম্যাচে নাঈম ইসলামের ফিফটিতে সিলেট বিভাগকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর বিভাগ।
শান্তর ঝড়ের জবাবে ফজলে মাহমুদের আগ্রাসী ফিফটি
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে ৫৯ বলে ৮৯ রানের উদ্বোধনী জুটির পরও ২০ ওভারে ১৮৪ রানের বেশি করতে পারেনি রাজশাহী। বরিশাল লক্ষ্য ছুঁয়ে ফেলে ৩ বল হাতে রেখে।
গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে কুঁচকিতে পাওয়া চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে না পারা শান্ত ৫৪ বলে খেলেন ৮০ রানের ইনিংস। ইনিংস শুরু করে ১৯তম ওভারে আউট হওয়া বাঁহাতি ব্যাটসম্যানের ইনিংসটি গড়া ৪টি ছক্কা ও ৫টি চারে।
৫ ছক্কা ও এক চারে ৩৩ বলে ৪৭ রান করেন আরেক ওপেনার হাবিবুর রহমান। ৩ ম্যাচে ১৫৫.৩১ স্ট্রাইক রেটে ১৬৬ রান করে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ স্কোরার ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।
তিনে নেমে ১১ বলে ২৩ করেন সাব্বির হোসেন। দলের আর কেউ ১০ ছাড়াতে পারেননি।
বরিশালের হয়ে ২টি করে উইকেট নেন মইন খান ও মেহেদি হাসান।
লক্ষ্য তাড়ায় ৫৩ বলে ৭০ রানের উদ্বোধনী জুটিতে বরিশালকে ভালো শুরু এনে দেন আব্দুল মজিদ ও ইফতেখার হোসেন।
২টি করে চার ও ছক্কায় ২৪ বলে ৩৫ রান করেন ইফতেখার। ৩৯ বলে ৬ চারে ৫৩ রান করেন মজিদ।
তিনে নেমে ৩৪ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫৬ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে ফেরেন ফজলে মাহমুদ। ম্যাচ-সেরার স্বীকৃতি পান তিনিই।
শেষ ওভারে ৯ রানের প্রয়োজনে গোলাম কিবরিয়ার প্রথম তিন বলে তিন বাউন্ডারিতে জয় নিশ্চিত করেন মইন।
প্রথম দুই ম্যাচে হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল বরিশাল। তাদের সমান তিন ম্যাচে রাজশাহীর প্রথম হার এটি।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী বিভাগ: ২০ ওভারে ১৮৪/৫ (শান্ত ৮০, হাবিবুর ৪৭, সাব্বির ২৩, প্রিতম ০, মেহেরব ১০, ফরহাদ ১০*, কিবরিয়া ১*; তানভির ২-০-১৮-০, কামরুল ৪-০-২৬-১, সোহাগ ৪-০-৪৮-০, রুয়েল ২-০-২৭-০, মইন ৪-০-২২-২, মেহেদি ৪-০-৩৬-২)
বরিশাল বিভাগ: ১৯.৩ ওভারে ১৮৮/৫ (মজিদ ৫৩, ইফতেখার ৩৫, ফজলে মাহমুদ ৫৬, সোহাগ ০, সালমান ২১, মইন ১৫*, মইনুল ০*; শফিকুল ৪-১-৩৬-১, মোহর ৪-০-৪০-১, নিহাদ ৩-০-৩০-০, সাব্বির ১-০-১১-০, কিবরিয়া ৩.৩-০-৩১-১)
ফল: বরিশাল ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফজলে মাহমুদ রাব্বি
রংপুরের নায়ক নাঈম
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১২০ রানের বেশি করতে পারেনি সিলেট। রংপুর লক্ষ্য ছুঁয়ে ফেলে ২৬ বল বাকি থাকতে।
সিলেটের প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে ত্রিশ ছুঁতে পারেন কেবল একজন। ২৫ বলে ৩১ রান করেন প্রথম ম্যাচে ঝড়ো সেঞ্চুরি করা জিসান আলম।
সাতে নেমে ৩ ছক্কা ও ৫ চারে ৩৮ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসে দলের স্কোর একশ পার করেন তোফায়েল আহমেদ।
রংপুরের হয়ে দুটি করে উইকেট নেন আরিফ আহমেদ ও মোহাম্মদ এনামুল।
লক্ষ্য তাড়ায় ৩৫ রানে দুই ওপেনারকে হারালেও কোনো বেগ পেতে হয়নি রংপুরকে। তিনে নেমে ৩৫ বলে ৬ চার ও এক ছক্কায় ৫০ রান করে ম্যাচ-সেরা হন ৩৭ বছর বয়সী নাঈম।
চারে নম্বরে ৪ ছক্কায় ১২ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেন আবদুল্লাহ আল মামুন।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট বিভাগ: ২০ ওভারে ১২০/৬ (তৌফিক ১২, জিসান ৩১, অমিত ০, রাহাতুল ৭, গালিব ৬, মাহফুজ ৩, তোফায়েল ৫১*, আবু জায়েদ ৪* মুকিদুল ৪-০-২৬-১, রবিউল ৪-০-৩৮-০, আরিফ ৪-০-১৭-২, আলাউদ্দিন ৪-০-২১-১, এনামুল ৩-০-১০-২, আরিফুল ১-০-৭-০)
রংপুর বিভাগ: ১৫.৪ ওভারে ১২৪/৫ (রিজওয়ান ১০, তানবীর ১৬, নাঈম ৫০, মামুন ২৯, আকবর ১১*, আরিফুল ১, এনামুল ১*; খালেদ ২-০-১৮-০, নাবিল ৩-০-১৭-০, ইবাদত ৩-০-১০-২, মাহফুজুর ৩-০-৩৪-০, তোফায়েল ২-০-১১-১, আবু জায়েদ ১-০-১৪-০, গালিব ১-০-১০-১, রাহাতুল ০.৪-০-৬-১)
ফল: রংপুর ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: নাঈম ইসলাম