Published : 12 Feb 2023, 06:24 PM
মোহাম্মদ আমির, শারজিল খান, ইমাদ ওয়াসিমের জন্য জাতীয় দলের দরজা সব সময় খোলা বলে জানালেন হারুন রশিদ। পাকিস্তানের নবনিযুক্ত প্রধান নির্বাচক বললেন, আগে অবসর ভেঙে ফিরতে হবে অভিজ্ঞ পেসার আমিরকে আর ফিটনেসে উন্নতি করতে হবে ইমাদ ও শারজিলের।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হুট করেই অবসরের ঘোষণা দেন আমির। সেই সময়ের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস তার প্রতি অবিচার করেছেন বলে অভিযোগ করেন তিনি। তবে ভবিষ্যতে অবসরের সিদ্ধান্ত বদলের কথাও বলেছিলেন ৩০ বছর বয়সী বাঁহাতি এই পেসার।
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে ৩৪ বছর বয়সী ইমাদ। বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার পাকিস্তানের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালের নভেম্বরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে। বাঁহাতি ওপেনার শারজিলও দেশের হয়ে সবশেষ ম্যাচ খেলেন সেই বছরই।
করাচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হারুন বলেন, এই তিনজনেরই সুযোগ রয়েছে জাতীয় দলে ফেরার।
“আমির চমৎকার একজন পেসার। কিন্তু এখন সিদ্ধান্ত তার, আমাদের নয়। সে যদি পাকিস্তানের হয়ে খেলতে চায়, তার জন্য আমাদের দরজা খোলা। তাকে প্রথমে অবসর ভেঙে ফিরতে হবে। এরপর আমরা জানতে পারব, কোন ক্রিকেটারদের পাওয়া যাবে।”
“একইভাবে, ইমাদ ওয়াসিম ও শারজিল খানকে জাতীয় দলে ফিরতে ফিটনেসের মান মেনে চলতে হবে এবং ঘরোয়া ক্রিকেটে ও পিএসএলে পারফর্ম করতে হবে।”
২০০৮ সালে আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করে দুই বছরের জন্য নিষিদ্ধ হন মারলন স্যামুয়েলস। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার পরে জাতীয় দলে ফিরে জেতেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১২ ও ২০১৬ দুই আসরে ফাইনালের সেরা ক্রিকেটার হন তিনি।
জুয়াড়ির কাছ থেকে তিন দফায় ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করায় ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান। সময়ের সেরা অলরাউন্ডারদের একজন এখন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
এই দুইজনের উদাহরণ টেনে হারুন বললেন, নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব-স্যামুয়েলস ফিরতে পারলে আমির-শারজিলরা কেন পারবেন না।
“সাকিব আল হাসান ও মারলন স্যামুয়েলস যদি নিষেধাজ্ঞার পর ফিরে আসতে পারে, আমাদের খেলোয়াড়রাও পারবে যারা এই দেশের হয়ে খেলেছে।”