Published : 18 May 2025, 06:48 PM
ওয়ানডে সিরিজের জবাব দেওয়ার সুযোগ পেলেও টি-টোয়েন্টিতে তা কাজে লাগাতে পারল না বাংলাদেশ ইমার্জিং নারী দল। প্রথম ম্যাচ জিতে আশা জাগালেও শেষ দুটি হেরে যাওয়ায় ট্রফি নিজেদের কাছে রাখতে পারল না স্বাগতিকরা।
কক্সবাজারে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। রোববার ১১৮ রানের লক্ষ্য ১০ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা।
প্রথম ম্যাচ ৫ উইকেটে হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে ট্রফি নিজেদের করে নিলো প্রোটিয়ারা। এর আগে ওয়ানডে সিরিজও একই ব্যবধানে জিতেছিল তারা।
সিরিজ জিততে না পারলেও অলরাউন্ড নৈপুণ্যে তিন ম্যাচেই স্বাগতিকদের হয়ে লড়াই করেন স্বর্ণা আক্তার। শেষ ম্যাচেও ১১ বলে ১৯ রানের ক্যামিও খেলেন তিনি। সব মিলিয়ে ৮৫ রান ও ৩ উইকেট নিয়ে তরুণ অলরাউন্ডারের হাতেই ওঠে সিরিজ সেরার পুরস্কার।
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা। শুরুতেই ড্রেসিং রুমে ফেরেন সাথি রানি। সিরিজে প্রথম সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি সুমাইয়া আক্তার সুবর্ণা।
তৃতীয় উইকেটে ৩৩ রানের জুটি গড়েন রুবাইয়া হায়দার ও শারমিন সুলতানা। ২৭ বলে ৩৯ বল খেলে আউট হন রুবাইয়া।
পরে আফিয়া আসিমা ইরাকে নিয়ে আরও ৩৫ রান যোগ করেন শারমিন। ৩ চারে ৩৬ বলে ৩৬ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
ছয় নম্বরে নেমে ইনিংসের একমাত্র ছক্কাটি মারেন স্বর্ণা। রান আউট হওয়ার আগে ১১ বলে ১৯ রান করেন তরুণ অলরাউন্ডার। আফিয়ার ব্যাট থেকে আসে ১৩ বলে ১৮ রান।
প্রোটিয়াদের পক্ষে ৩ উইকেট নেন আলেক্সান্দ্রা ক্যান্ডলার।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৬২ রান যোগ করেন ফে টানিক্লিফ ও ক্যান্ডলার। দশম ওভারে আউট হন ৩৩ বলে ৩৫ রান করা টানিক্লিফ। পরে ক্যান্ডলারকে আউট করেন ফুয়ারা বেগম। ৩৯ বলে করেন ৩০ রান।
এরপর আর উইকেট পড়তে দেননি সিমোনে লরেন্স ও জেনা ইভান্স। ৫ চারে ৩২ বলে ৪০ রানের ইনিংস খেলেন লরেন্স। ইভান্সের ব্যাট থেকে আসে ৯ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ইমার্জিং: ২০ ওভারে ১১৭/৭ (সাথি ০, রুবাইয়া ২৭, সুমাইয়া ৭, শারমিন ৩৬, আফিয়া ১৮, স্বর্ণা ১৯, ফারজানা ০, নিশিতা ৩*, সাবিকুন ১*; টাকার ৩-০-১৯-২, কুলা ৩-০-১৮-০, রাপো ৩-০-১৬-১, জোন্স ৩-০-১৮-০, এনজুজা ৪-০-২১-০, ক্যান্ডলার ৪-০-২২-৩)
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং: ১৮.২ ওভারে ১২১/২ (টানিক্লিফ ৩৫, ক্যান্ডলার ৩০, লরেন্স ৪০*, ইভান্স ৯*; রুপা ১-০-৯-০, ফুয়ারা ৩-০-১৮-১, সাবিকুন ৪-০-২৯-০, নিশিতা ৪-০-২৭-১, ফারজানা ৩-০-১৬-০, স্বর্ণা ৩.২-০-১৮-০)
ফল: দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ৮ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ২-১ ব্যবধানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: আলেক্সান্দ্রা ক্যান্ডলার
প্লেয়ার অব দা সিরিজ: স্বর্ণা আক্তার