Published : 21 Oct 2023, 04:01 PM
কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কার তোপে শুরুতেই হোঁচট খেল নেদারল্যান্ডস। দলের রান একশ না ছুঁতেই ড্রেসিং রুমে ফিরলেন ছয় ব্যাটসম্যান। চাপের মুখে প্রতিরোধ গড়লেন সাইব্রান্ড এঙ্গেলবেশট ও লোগান ফন বিক। দুজনই খেললেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস, গড়লেন রেকর্ড জুটি। নেদারল্যান্ডস পেল আড়াইশ ছাড়ানো পুঁজি।
লক্ষ্ণৌতে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪ বল বাকি থাকতে ২৬২ রান করে অল আউট হয়েছে নেদারল্যান্ডস।
স্রেফ ৯১ রানে ৬ উইকেট হারানোর পর দলকে পথে ফেরাতে এঙ্গেলব্রেশট ও ফন বিক গড়েন ১৩০ রানের জুটি। বিশ্বকাপে সপ্তম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। আগের রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার ১১৬ রান, গত আসরে নিউ জিল্যান্ডের বিপক্ষে।
রেকর্ড জুটি গড়ার পথে দুজনই করেন নিজেদের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি। ৩৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা এঙ্গেলব্রেশট নিজের তৃতীয় ম্যাচে খেললেন ৭০ রানের ইনিংস। ৮২ বলে ৪টি চারের সঙ্গে তিনি মারেন ১টি ছক্কা।
মাদুশানকার ইয়র্কার লেংথ ডেলিভারিতে এঙ্গেলব্রেশট বোল্ড হলে ভাঙে এই জুটি। পরে আড়াইশ পার করিয়ে ফেরেন পেস অলরাউন্ডার ফন বিক। তার ব্যাট থেকে আসে ৭৫ বলে ৫৯ রান। একটি করে চার-ছক্কা মারেন তিনি।
এঙ্গেলব্রেশট-ফন বিককে রেকর্ড জুটি গড়তে দেওয়ার পেছনে অবশ্য দায় আছে শ্রীলঙ্কার এলোমেলো বোলিং-ফিল্ডিংয়ের। এঙ্গেলব্রেশটের দুটি সহজ ক্যাচ ছাড়েন ফিল্ডাররা। এছাড়া গ্রাউন্ড ফিল্ডিংয়েও চপলতা দেখাতে পারেননি তারা।
পুরো ইনিংসে অতিরিক্ত থেকে ৩৩ রান পায় নেদারল্যান্ডস। বিশ্বকাপে শ্রীলঙ্কার বোলারদের সর্বোচ্চ অতিরিক্ত রান খরচের রেকর্ড এটি।
শ্রীলঙ্কার হয়ে সমান ৪টি করে নেন রাজিথা ও মাদুশঙ্কা।