Published : 30 Sep 2017, 05:59 PM
জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে চট্টগ্রামে খুলনার বিপক্ষে শনিবার দ্বিতীয় দিন শেষে ঢাকার রান ৭ উইকেটে ৪৮৪। বৃষ্টির কারণে আগের দিন খেলা হয়েছিল ৩৯ ওভার। সেটি পুষিয়ে নিতে দ্বিতীয় দিনে হয়েছে ১০১ ওভার।
১৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন নাদিফ। তার আগের ৫টি সেঞ্চুরিতে সর্বোচ্চ রান ছিল ১১৪! ৯৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন আটে নামা মোশাররফ হোসেন রুবেল।
আগের দিন ঢাকার শুরুটা বিবেচেনা করলে এই ঘুরে দাঁড়ানো প্রায় অবিশ্বাস্য। ৭১ রানে হারিয়েছিল তারা ৪ উইকেট। সেখান থেকে প্রতিরোধের শুরু শুভাগত হোম ও তাইবুর পারভেজের ব্যাটে।
পঞ্চম উইকেটে দুজনে গড়েন ১১০ রানের জুটি। ১০১ বলে ৬৬ করে আউট হন শুভাগত। বাঁহাতি তাইবুর ১৭০ বলে করেন ৭৯।
এই দুজন আউট হলেও স্বস্তি মেলেনি খুলনার। সপ্তম উইকেটে অসাধারণ ব্যাট করতে থাকেন নাদিফ ও মোশাররফ।
শেষ পর্যন্ত আউট হয়েছেন অনিয়মিত বোলার তুষার ইমরানের বলে। ১৭ চার ও ৬ ছক্কায় ২৩৯ বলে ১৬৬!
মোশাররফ ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি। প্রায় সাড়ে ৪ ঘণ্টা ব্যাট করে দিন শেষ করেছেন ২১৮ বলে ৯৮ রানে।
প্রথম স্তরের অন্য ম্যাচে রাজশাহীতে রংপুর ও বরিশালের খেলা বৃষ্টির কারণে শুরু হতে পারেনি দ্বিতীয় দিনেও।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা বিভাগ: ১৪০ ওভারে ৪৮৪/৭ (আগের দিন ১৩২/৪) (শুভাগত ৬৬, তাইবুর ৭৯, নাদিফ ১৬৬, মোশাররফ ৯৮*, শরিফ ৫*; আল আমিন ২/৪৪, জিয়াউর ০/৩১, মেহেদি ৩/১০৩, রাজ্জাক ০/১৪২, নাহিদুল ১/৫৬, মইনুল ০/৮৭, তুষার ১/১০, এনামুল ০/৯)।