Published : 07 Apr 2019, 04:18 PM
ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের ম্যাচে ৫ উইকেটে জিতেছে শেখ জামাল। ১৬২ রানের লক্ষ্য ৮৮ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বিকেএসপির। নাসির হোসেনকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় স্টাম্পড হয়ে ফিরেন প্রান্তিক নওরোজ। তিন চারে ২৯ রান করা আমিনুল ইসলামও ফিরেন ঠিক একই ভাবে।
আব্দুল কাইয়ুমকে বোল্ড করে শিকার ধরেন সানি। পরে ফিরিয়ে দেন ৫৩ বলে পাঁচ চারে ৪৩ রান করা কিপার-ব্যাটসম্যান আকবর আলীকে। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার সানির আরেক শিকার শামীম হোসেন।
পারভেজ হোসেন ও তানজিম হাসানের প্রতিরোধ খুব একটা বড় হতে দেননি এনামুল জুনিয়র। হাসান মুরাদকে এলবিডব্লিউ করে বিকেএসপিকে ১৬১ রানে থামান তাইজুল। তারুণ্য নির্ভর দলটি শেষ ৪ উইকেট হারায় ১০ রানে।
নাসির ৩ উইকেট নেন ২৭ রানে। সানি ৩০ রানে নেন তিনটি। দুটি করে উইকেট নেন এনামুল হক ও তাইজুল।
রান তাড়ায় শুরুতেই ফারদিন হাসানকে হারায় শেখ জামাল। থিতু হওয়া ইমতিয়াজ হোসেনকে ফিরিয়ে দেন সুমন খান। তিনে নেমে দাপুটে ব্যাটিংয়ে দ্রুত রান তোলেন সানি। কাইয়ুমকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যাওয়া বাঁহাতি এই অলরাউন্ডার পাঁচ চার ও এক ছক্কায় করেন ৩২ রান।
৬ চারে ৪৩ রান করা ভারতীয় ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদারকে ফিরিয়ে দেন সুমন। দলকে জয়ের কাছে নিয়ে ফিরেন নাসির হোসেন। লেগ স্পিনিং অলরাউন্ডার তানবীর হায়দারকে নিয়ে বাকিটা সারেন কিপার-ব্যাটসম্যান সোহান।
১০ ম্যাচে পঞ্চম জয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে শেখ জামাল। অন্য দিকে সপ্তম হারের তেতো স্বাদ পেয়েছে বিকেএসপি।
সংক্ষিপ্ত স্কোর:
বিকেএসপি: ৪২.১ ওভারে ১৬১ (নওরোজ ৩, রাতুল ১৪, আমিনুল ২৯, আকবর ৪৩, কাইয়ুম ৯, শামিম ১৪, পারভেজ ১৮, তানজিম ১৬, সুমন ৭, মুরাদ ০, মুকিদুল ০*; তাইজুল ২/৩৫, খালেদ ০/২৯, নাসির ৩/২৭, সানি ৩/৩০, এনামুল ২/২৬, তানবীর ০/৯)
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ৩৫.২ ওভারে ১৬৫/৫ (ইমতিয়াজ ১৯, ফারদিন ১০, সানি ৩২, মজুমদান ৪৩, সোহান ২২*, নাসির ২০, তানবীর ৯*; মুকিদুল ০/৩৩, তানজিম ১/২৯, সুমন ২/২৫, শামিম ০/৭, কাইয়ুম ১/২৪, আমিনুল ১/২০)
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইলিয়াস সানি