Published : 02 Feb 2020, 03:29 PM
দক্ষিণাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে প্রথম বলে আউট হয়েছিলেন শাহরিয়ার। দ্বিতীয় ইনিংসে করেছেন ১১১ রান। বাংলাদেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে পেরিয়েছেন ৮ হাজার রান।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১৫তম সেঞ্চুরি। ১২২ ম্যাচ আর ২১৭ ইনিংস খেলে দেখা পেলেন ৮ হাজারের।
এই ম্যাচের আগে ৭ হাজার থেকে ২৮৭ রান দূরে ছিলেন তামিম। রেকর্ড গড়া ইনিংসের পথে পাড়ি দিয়েছেন সেই পথ। পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে খেলেছেন অপরাজিত ৩৩৪ রানের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের যা দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি ও ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।
৭ হাজারে পা রাখা বাংলাদেশের ১৪তম ব্যাটসম্যান তামিম। এই ম্যাচেই আগের দিন ৭ হাজার স্পর্শ করেন মুমিনুল হক।
১১ হাজার ৭০৪ রান নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান তুষার ইমরানের। ৯ হাজার ৬৭ রান নিয়ে দুইয়ে অলক কাপালী।