Published : 20 Feb 2020, 07:02 PM
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের বিপক্ষে বৃহস্পতিবার চট্টগ্রাম উইমেন্স ক্রিকেট মাঠে এই ইনিংসটি খেলেছেন সাজ্জাদ। সতীর্থ আব্দুল্লাহ আল শাফায়াতের ব্যাট থেকে এসেছে ৮৫ বলে ১২২ রান। দুজনের সৌজন্যে সানশাইন স্কুল গড়ে ৭ উইকেটে ৪৮৯ রানের বিশাল সংগ্রহ। কলেজিয়েট স্কুল রান তাড়ায় গুটিয়ে যায় কেবল ৬৭ রানেই।
২০১৫ সাল থেকেই স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করে আসছে প্রাইম ব্যাংক। দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট উৎসবে এবার অংশ নিচ্ছে ৫৫৬টি স্কুলের প্রায় ১২ হাজার ক্রিকেটার।