Published : 17 Mar 2020, 02:41 PM
বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, মঙ্গলবার থেকে এই পরামর্শ দেওয়া হয়েছে।
“বিসিসিআইয়ের কর্মচারীদের আজ বলা হয়েছে যে করোনাভাইরাসের বিস্তারের কারণে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সদর দফতর একরকম বন্ধই থাকবে। সব কর্মীদের বাসা থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তার পরও কেউ যদি অফিসে আসতে চায়, তাহলে আসতে পারে।”
বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) তাদের আঞ্চলিক ক্যাম্পগুলোও বন্ধ করে দিয়েছে। সোমবার পর্যন্ত এনসিএতে পুনর্বাসন কার্যক্রম অবশ্য চলমান ছিল।
এছাড়া আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্প বন্ধ করে দিয়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএলের ত্রয়োদশ আসর স্থগিত করা হয়েছে আগেই।