Published : 05 Nov 2020, 08:34 PM
পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমকে বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে বাবরের এই সমস্যার কথা বলেন হুসেইন। একই সমস্যা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিরও ছিল বলে জানান তিনি।
“অফ স্টাম্পের একটু বাইরের বলে বাবরের সামান্য টেকনিক্যাল সমস্যা রয়েছে। কিছুটা কোহলির মতো, যেমনটা ওর ছিল ইংল্যান্ড সফরে যখন প্রথম সে এসেছিল।”
২০১৪ সালে নিজের প্রথম ইংল্যান্ড সফরে অফ স্টাম্পের বাইরের বলে বেশ ভুগেছিলেন কোহলি। স্বাগতিকদের বিপক্ষে পাঁচ টেস্টে রান করেছিলেন কেবল ১৩৪, সর্বোচ্চ ৩৯।
টেকনিকে কিছুটা সমস্যা থাকলেও বাবরের ব্যাটিং দেখা হুসেইনের কাছে চোখের শান্তি। ক্রিকেটের কিংবদন্তিদের একজন হতে হলে তার কি করনীয়, সেটাও বাতলে দিয়েছেন তিনি।
আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে যথাক্রমে তিন ও দুইয়ে আছেন বাবর। টেস্টে কিছুটা পিছিয়ে, পাঁচ নম্বরে। সেরা ব্যাটসম্যানদের একজন হওয়ার মতো বাবরের মাঝে সব ধরনের সামর্থ্য দেখেন হুসেইন।
“কিংবদন্তিদের একজন হওয়ার জন্য প্রয়োজনীয় সবই আছে বাবরের। সাদা বলের ক্রিকেটে সেরাদের কাতারে সে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষের কাছাকাছি এবং পঞ্চাশ ওভারের ক্রিকেটেও সে অসাধারণ। ইংল্যান্ডে টেস্ট খেলা সহজ নয়, এটা মাথায় রেখেও সেখানে টেস্ট সিরিজে ঠিকঠাক খেলেছে সে।”
“কোহলির মতো শীর্ষে থাকতে হলে টেস্ট ক্রিকেটে তাকে কেবল এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ৬ থেকে ৯ মাস এমন পারফরম্যান্স করেছে বাবর, তাকে কেবল দীর্ঘ সময় ধরে ধারাবাহিক থাকতে হবে।”