বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
Published : 03 Dec 2024, 02:10 PM
ম্যাচের বাস্তবতা, এই মাঠের ইতিহাস, বিভিন্ন পারিপার্শ্বিকতা, সবকিছুই বলছে তৃতীয় দিনে ম্যাচ হেলে পড়েছে বাংলাদেশের দিকে। তবে ওয়েস্ট ইন্ডিজের দৃষ্টিভঙ্গি ভিন্ন। অলরাউন্ডার জাস্টিন গ্রেভস বললেন, ম্যাচে এখনও যথেষ্ট ভারসাম্য দেখছেন তারা। চতুর্থ দিনে তাদের লক্ষ্য ভালো বোলিং করে লক্ষটাকে নাগালে রাখা।
জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনে দারুণ বোলিংয়ের পর সাহসী ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ে নেয় বাংলাদেশ। নাহিদ রানার আগুনে বোলিংয়ে ধস নামে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে। ১ উইকেটে ৮৫ রানে থাকা দল ৬১ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ১৪৬ রানে।
প্রথম ইনিংসে ১৮ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত বাড়াতে থাকে রান। ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে দিন শেষ করে তারা। ৫ উইকেট নিয়ে এগিয়ে আছে তারা ২১১ রানে।
ম্যাচ জিততে হলে স্যাবাইনা পার্কে রান তাড়ার রেকর্ড গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে। এই মাঠে ২১২ রানের বেশি তাড়া করে জয়ের ইতিহাস নেই।
সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ চাপে আছে বলেই মনে হওয়ার কথা। তবে গ্রেভসের বিশ্বাস, শেষ ইনিংসে দারুণ ব্যাট করে তারা পুষিয়ে দিতে পারবেন।
“সত্যি বলতে, আমি মনে করি, ম্যাচ এখনও ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। অবশ্যই আমরা প্রথম ইনিংসে ব্যাটিং ভালো করিনি। তার পরও মনে করি, ম্যাচে ভারসাম্য আছে এখনও।”
“(উইকেটে) চ্যালেঞ্জ খুব বেশি আছে বলে মনে হয় না। আমাদের আউটগুলোর দিকে যদি তাকান, বেশ কয়েকটি আউটকে ‘আলগা’ বলতে পারি আমরা। আমি মোটামুটি নিশ্চিত, দ্বিতীয় ইনিংসে আমরা অনেক ভালো ব্যাট করব।”
চতুর্থ দিনে বাংলাদেশের লিড বাড়ানোর লড়াই শুরু করবেন জাকের আলি ও তাইজুল ইসলাম। অসুস্থতার কারণে তৃতীয় দিনে ব্যাট করতে না পারা মুমিনুল হক এখনও ব্যাটিংয়ে নামার অপেক্ষায়। তাসকিন আহমেদের ব্যাটের হাতও খারাপ নয়। রান তাই আরও বেশ বাড়ার আশা করতেই পারে বাংলাদেশ।
তবে উইকেট এখনও ভালো আছে বলে জয়ের আশাও আছে গ্রেভসের। শেষ ইনিংসে সম্ভাব্য লক্ষ্যের একটি ছবিও এঁকে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ।
“ওরা যত রানই করুক, সেটিকে খুব বেশি মনে করা যাবে না আমাদের। অবশ্যই আমাদের চাওয়া থাকবে ২৫০ থেকে ২৭৫ রানের মধ্যেই রাখতে (লক্ষ্য)। এটা বেশ ভালো ব্যাটিং উইকেট, আচরণ খুব একটা বাজে নয় এখনও। আমাদের ব্যাটসম্যানরা যদি থিতু হতে পারে, ২৫০ থেকে ২৭৫ হতে পারে ভালো একটি স্কোর (রান তাড়ার জন্য)।”