আইসিসি র্যাঙ্কিং
Published : 19 Feb 2025, 04:06 PM
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দারুণ সেঞ্চুরির পুরস্কার পেয়েছেন শুবমান গিল। পাকিস্তানের বাবর আজমকে টপকে ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ভারতীয় ব্যাটসম্যান। আফগানিস্তানের রাশিদ খানকে পেছনে ফেলে বোলারদের তালিকায় চূড়ায় উঠেছেন শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকশানা।
বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক আগে পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। গত সপ্তাহে র্যাঙ্কিং প্রকাশের সময় বাবরের চেয়ে ৫ রেটিং পয়েন্টে পিছিয়ে ছিলেন গিল। এখন তিনি এগিয়ে আছেন ২৩ পয়েন্টে।
এই নিয়ে দ্বিতীয়বার ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন গিল। ২০২৩ বিশ্বকাপের মাঝপথে বাবরকে টপকেই প্রথমবার চূড়ায় উঠেছিলেন তিনি।
২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে ৮৭ ও ৬০ রানের পর শেষ ম্যাচে খেলেন ১১২ রানের ইনিংস, জেতেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার।
তিনে আছেন যথারীতি ভারত অধিনায়ক রোহিত শার্মা। দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লসেন এক ধাপ এগিয়ে চারে, নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল দুই ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন। আগের মতো ছয় নম্বরে ভিরাট কোহলি।
তিন ধাপ পিছিয়ে সাতে নেমে গেছেন আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর। আট ধাপ এগিয়ে আটে উঠেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ওয়ানডেতে ১২৭ ও অপরাজিত ৭৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।
ওই সিরিজের প্রথম ম্যাচে ৪০ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন অফ স্পিনার থিকশানা। সেটিরই প্রতিফলন পড়ল র্যাঙ্কিংয়ে।
দুইয়ে নেমে যাওয়া রাশিদের সঙ্গে থিকশানার পয়েন্টের ব্যবধান এখন ১১। রাশিদের সামনে সুযোগ থাকছে আবার শীর্ষে ওঠার। আগামী শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে আফগানিস্তান। এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি থিকশানার শ্রীলঙ্কা।
এক ধাপ এগিয়ে চারে আছেন ভারতের স্পিনার কুলদিপ ইয়াদাভ। শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন মিচেল স্যান্টনার। পাঁচ ধাপ এগিয়ে সাতে আছেন নিউ জিল্যান্ডের এই স্পিনিং অলরাউন্ডার। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২০ রানে ২ উইকেট নেন তিনি।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের মোহাম্মদ নাবি। এক ধাপ এগিয়ে ছয়ে আছেন স্যান্টনার।