শ্রীলঙ্কান ক্রিকেট
Published : 10 Jun 2025, 06:00 PM
বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়ার স্বীকৃতি পেয়েছেন কামিন্দু মেন্ডিস। শ্রীলঙ্কার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। বছরের সেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন চামারি আতাপাত্তু।
এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সোমবার রাতে ২০২৪ সালে লঙ্কান ক্রিকেটে আলো ছড়ানো ক্রিকেটারদের পুরস্কৃত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সবচেয়ে বেশি ৬টি সম্মাননা জেতেন নারী ক্রিকেটের লঙ্কান তারকা আতাপাত্তু।
বাৎসরিক অনুষ্ঠান হলেও দীর্ঘদিন এটা আয়োজন করতে পারেনি এসএলসি। ২০১৭ সালের পর প্রথমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি করেছে তারা।
গত বছর ৯ টেস্ট খেলে ৭৪.৯২ গড়ে ১ হাজার ৪৯ রান করেন কামিন্দু। এই সময়ে সাদা পোশাকে তার চেয়ে বেশি রান করতে পেরেছিলেন কেবল চারজন-ইংল্যান্ডের জো রুট, ভারতের ইয়াশাসভি জয়সওয়াল, ইংল্যান্ডের বেন ডাকেট ও হ্যারি ব্রুক। তবে তারা সবাই কামিন্দুর চেয়ে বেশি টেস্ট খেলেন।
অনুমিতভাবেই বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যানের পুরস্কারটি ওঠে কামিন্দুর হাতে। ৯ টেস্টে ৪৮ উইকেট নিয়ে বছরের সেরা টেস্ট বোলার হন প্রাবাথ জায়াসুরিয়া। সেরা টেস্ট অলরাউন্ডারের স্বীকৃতি পান ৭১০ রান ও ৬ উইকেট নেওয়া ধানাঞ্জায়া ডি সিলভা।
টি-টোয়েন্টির বর্ষসেরা ব্যাটসম্যানের পুরস্কারটি ওঠে কুসাল মেন্ডিসের হাতে। গত বছর এই সংস্করণে ২২ ম্যাচে ৬২৮ রান করেন তিনি ১২৭.৬৪ স্ট্রাইক রেটে। আর ওয়ানডের সেরা ব্যাটসম্যান হন পাথুম নিসাঙ্কা। ৬৩.০৯ গড়ে ওয়ানডেতে ৬৯৪ রান করেন তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে ১৩৯ বলে ২১০ রানের ইনিংস খেলেন এই ওপেনার, গড়েন লঙ্কানদের হয়ে ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি।
সাদা-বলের ক্যাটাগরিতে তিনটি পুরস্কার জিতেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। টি-টোয়েন্টিতে ৩৮ ও ওয়ানডেতে ২৬ উইকেট নিয়ে দুই সংস্করণের বর্ষসেরা বোলার তিনি। সঙ্গে টি-টোয়েন্টিতে ১৭৯ রান করে এই সংস্করণের সেরা অলরাউন্ডারের সম্মাননাও পেয়েছেন। ৬০৫ রান ও ১০ উইকেট নিয়ে ওয়ানডের বর্ষসেরা অলরাউন্ডার হয়েছেন চারিথ আসালাঙ্কা।
২০২৪ সালের জানুয়ারিতে ওয়ানডে অভিষিক্ত জানিথ লিয়ানাগে জিতেছেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।
বর্ষসেরা নারী ক্রিকেটারের স্বীকৃতি পাওয়া আতাপাত্তু টি-টোয়েন্টির সেরা ব্যাটার, বোলার ও অলরাউন্ডারের পুরস্কারও জিতেছেন। গত বছর টি-টোয়েন্টিতে ৭২০ রান করার পাশাপাশি ২১ উইকেট নিয়েছেন তিনি। আর ওয়ানডেতে ৪৫৮ রান করে ও ৯ উইকেট নিয়ে আতাপাত্তু হয়েছেন ওয়ানডের বর্ষসেরা ব্যাটার ও অলরাউন্ডার।
গত বছর ৮ ওয়ানডে খেলে ১৭ উইকেট নেওয়া কাভিশা দিলহারি জিতেছেন এই সংস্করণের বর্ষসেরা বোলারের পুরস্কার।
অনুষ্ঠানে সর্বমোট ৪৬টি পুরস্কার বিতরণ করা হয়েছে।