আইপিএল
Published : 24 May 2025, 04:59 PM
আইপিএলে এবার এক ম্যাচের দুই অধিনায়ককেই দেওয়া হয়েছে শাস্তি। মন্থর ওভার রেটের কারণে অর্থদণ্ড দিতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রাজাত পাতিদার ও সানরাইজার্স হায়দরাবাদের প্যাট কামিন্সকে।
লাক্ষ্ণৌয়ে শুক্রবার মাঠের লড়াইয়ে নামে বেঙ্গালুরু ও হায়দরাবাদ। দুই দলই নিজেদের ইনিংসে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি। তাতে জরিমানা গুনতে হচ্ছে দুই দলের অধিনায়ককে।
চলতি আসরে বেঙ্গালুরু দ্বিতীয় দফায় এই অপরাধ করায় কামিন্সের তুলনায় পাতিদারের শাস্তির মাত্রা বেশি। তাকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। সঙ্গে ম্যাচটিতে খেলা দলটির ক্রিকেটারদের প্রত্যেককে ৬ লাখ রুপি কিংবা ম্যাচ ফির ২৪ শতাংশ জরিমান দিতে হচ্ছে।
আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, মৌসুমে প্রথমবার ওভার-রেটে পিছিয়ে থাকলে দলের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। আসরে নিজেদের ত্রয়োদশ ম্যাচে এসে সেই শাস্তি পেলেন হায়দরাবাদ অধিনায়ক কামিন্স।
হায়রাবাদের বিপক্ষে ৪২ রানে হেরে যাওয়া ম্যাচে বেঙ্গালুরুকে অবশ্য নেতৃত্বে দেন জিতেশ শার্মা। চোটের কারণে ম্যাচটিকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেন পাতিদার। কিন্তু দলের মূল অধিনায়ক হওয়ায় মন্থর ওভার রেটের শাস্তি পেতে হচ্ছে তাকে।
একই নিয়মে দ্বিতীয় দফায় মন্থর ওভার রেটের অপরাধে ২৪ লাখ রুপি জরিমানা দিতে হয়েছিল রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসনকে। দলটি প্রথম দফার এই অপরাধের সময় রাজস্থানের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন রিয়ান পারাগ।
একই আসরে আরেকবার এই অপরাধ করলে আরও বড় অঙ্কের জরিমানা গুনতে হবে পাতিদারকে। ২০২৪ সাল পর্যন্ত তৃতীয় দফায় মন্থর ওভার রেটের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হতো অধিনায়ককে। এবার সেই নিয়ম সংশোধন করা হয়েছে।
আইপিএলের পয়েন্ট টেবিলে এখন তৃতীয় স্থানে আছে বেঙ্গালুরু। ১৩ ম্যাচে খেল প্লে-অফে জায়গা করে নেওয়া দলটির পয়েন্ট ১৭। দুই থাকা পাঞ্জাব কিংসের পয়েন্টও ১৭। সবার ওপরে গুজরাট টাইটান্স, তাদের পয়েন্ট ১৮।
আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া হায়দরাবাদ ১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।