Published : 12 Oct 2023, 06:02 PM
পুরুষদের বিশ্বকাপের ডামাডোলের মাঝে বাংলাদেশে আসছে পাকিস্তান নারী ক্রিকেট দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২০ তারিখ আসবে তারা।
বিসিবি বৃহস্পতিবার সীমিত ওভারের ক্রিকেটের এই দুই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। পরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি।
টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তানের বাংলাদেশ সফরের মাঠের লড়াই। মূল সিরিজে নামার আগে ২৩ অক্টোবর দুপুর ২টায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
পরে ২৫, ২৭ ও ২৯ অক্টোবর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি। সবগুলো ম্যাচ শুরু বিকেল সাড়ে ৪টায়।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ৪, ৭ ও ১০ নভেম্বর। সকাল সাড়ে ৯টায় শুরু খেলা।
বৃহস্পতিবার নিদা দারের নেতৃত্বে বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।
পাকিস্তান স্কোয়াড: নিদা দার (অধিনায়ক), আলিয়া রাজ, বিসমাহ মারুফ, দিয়ানা বেগ, গুলাম ফাতিমা, ইরাম জাভেদ, মুনিবা আলি, নাজিহা আলভি, নাশরা সান্ধু, নাতালিয়া পারভেজ, সাদাফ শামস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, উম্মে হানি, ওয়াহিদা আখতার।