Published : 27 Oct 2024, 05:43 PM
ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের দল থেকে বাদ পড়া বাবর আজম, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদিকে জাতীয় দলে ফিরিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়া সফরের সীমিত ওভারের দুই সংস্করণের সিরিজেই রাখা হয়েছে এই তিনজনকে।
অস্ট্রেলিয়ার পর জিম্বাবুয়ে সফরেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। দুই সফরের জন্য রোববার আলাদা স্কোয়াড ঘোষণা করেছে তারা। বাবর, নাসিম ও আফ্রিদি নেই জিম্বাবুয়ের সিরিজে দলে।
বাবর আজম নেতৃত্ব ছাড়ার পর সাদা বলের নতুন অধিনায়ক খুঁজছে পাকিস্তান। আসছে দুই সফরের দলে এখনও কারো নাম অধিনায়ক হিসেবে জানায়নি পিসিবি। গণমাধ্যমের খবর, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি রোববার সংবাদ সম্মেলন করে নতুন অধিনায়কের নাম ঘোষণা করবেন।
ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মোহাম্মদ রিজওয়ান। এই কিপার-ব্যাটসম্যানকে অবশ্য জিম্বাবুয়ে সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। নেতৃত্বের বিবেচনায় থাকা সালমান আলি আগা দুই সফরের চারটি সিরিজের দলেই আছেন।
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পরা ফাখার জামান ও ইমাম-উল-হাক জায়গা পাননি কোনো সিরিজের দলেই। তবে চুক্তিতে না থাকলেও চার সিরিজের দলেই আছেন ঘরোয়া ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপের টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হওয়া পেসার মোহাম্মদ হাসনাইন।
বাদ পড়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খান। বাঁহাতি রিস্ট-স্পিনার সুফিয়ান মুকিম দুই সফরের টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন। আর অফস্পিনিং অলরাউন্ডার কাসিম আকরামকে রাখা হয়েছে কেবল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে।
চার সিরিজের দলেই আছেন কিপার-ব্যাটসম্যান হাসিবুল্লাহ খান। টপ অর্ডার ব্যাটসম্যান সাইম আইয়ুবকে রাখা হয়েছে দুই সফরের ওয়ানডে সিরিজের জন্য।
আগামী ৪ নভেম্বর মেলবোর্নে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ৮ ও ১০ নভেম্বর, অ্যাডিলেইড ও পার্থে। দুই দলের টি-টোয়েন্টি তিনটি মাঠে গড়াবে ১৪, ১৬ ও ১৮ নভেম্বর; ব্রিজবেন, সিডনি ও হোবার্টে।
জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান তিনটি ওয়ানডে খেলবে আগামী ২৪, ২৬ ও ২৮ নভেম্বর। আর দুই দলের টি-টোয়েন্টি তিনটি হবে ১, ৩ ও ৫ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে বুলাওয়ায়োতে।
অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দল: আমের জামাল, আবদুল্লাহ শাফিক, আরাফাত মিনহাজ, বাবর আজম, ফাইসাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ (কিপার), কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (কিপার), মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি।
অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি দল: আরাফাত মিনহাজ, বাবর আজম, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানবাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (কিপার), মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, ওমাইর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, উসমান খান।
জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল: আমের জামাল, আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাইসাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ (কিপার), কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (কিপার), মুহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহনাওয়াজ দাহানি ও তায়াব তাহির।
জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল: আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাজ, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানবাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, কাসিম আকরাম, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, সুফিয়ান মুকিম, তায়াব তাহির, উসমান খান।