Published : 31 Aug 2022, 01:32 AM
নাজিবউল্লাহ জাদরান ঝগ তোলার আগ পর্যন্ত মনে হচ্ছিল, ১২৭ রানই হয়তো যথেষ্ট। কিন্তু আফগান এই ব্যাটসম্যানের তাণ্ডবের সামনে আর টিকতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত গল্পটা সেই একটুর জন্য না পারার। মোসাদ্দেক হোসেন যেমন বলছেন, আর ১০-১৫ রান বেশি করা গেলে শারজাহ থেকে জয় নিয়েই ফিরতে পারতেন তারা।
২৮ রানে ৪ উইকেট হারানো দল যে শেষ পর্যন্ত লড়ার মতো রান করতে পারে, সেই কৃতিত্ব মূলত মোসাদ্দেকেরই। কিন্তু শেষ পর্যনত সঙ্গী হতাশা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের হার দিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ।
লম্বা একটা সময় ম্যাচে চালকের আসনে ছিল সাকিব আল হাসানের দলই। শেষ ৬ ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ৬৩ রান। এমনিতে টি-টোয়েন্টিতে এই সমীকরণ খুব কঠিন নয। তবে শারজাহর মন্থর উইকেটে কাজটাকে খুব কঠিন বলেই মনে হচ্ছিল একটা পর্যায়ে।
নাজিবউল্লাহর মনে ছিল অন্য ভাবন। ৬ ছক্কায় ১৭ বলে ৪৩ রান করে তিনি ম্যাচ শেষ করে দেন ৯ বল আগে।
ম্যাচে বাংলাদেশের সেরা পারফরমার। টি-টোয়েন্টিতে আগের সেরা ৩৪ ছাড়িয়ে এবার তিনি খেলেন ৩১ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস। পরে উইকেটও নেন একটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মলেনে তিনি বললেন, ১৪০ রানের আশেপাশে স্কোর থাকলে হয়তো খেলার চিত্রটা ভিন্ন হতে পারত।
“এখানে ব্যাটিং করা কঠিন ছিল, নিচু ছিল। ওরা ভালো করেছে, ফলে ওদের কৃতিত্ব দিতে হবে। তবে ১০-১৫ রান কম করেছি আসলে।”
বাংলাদেশের ইনিংসে মাত্র একটি ওভারে রান এসেছে দশের বেশি। আফগানিস্তান তাদের ইনিংসের ১৭তম ওভারে নিয়েছে ১৭ রান, পরের ওভারে ২২।
মোসাদ্দেকের মতে, শুরু থেকে ক্রমাগত উইকেট হারানোয় বড় রানের ওভারের জন্য ঝুঁকি নেওয়া যায়নি।
“(বড় ওভার) মিসিং ছিল, সেটি করার মতো অবস্থানে প্রায় চলে গিয়েছিলাম। তবে উইকেট হারালে কঠিন হয়ে যায়। উইকেট রাখতে পারলে, ১৫ ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতাম, তাহলে ভিন্ন হতো। ওরা ভালো খেলেছে।”
হেরে যাওয়ার পর মোসাদ্দেকের দাবি, তাদের চেষ্টার কমতি ছিল। ঘুরে দাঁড়ানোর পুরনো প্রত্যয় নতুন করে শোনা গেল তার কণ্ঠে।
“সাকিব ভাইয়ের বার্তা ছিল, সেটি পরিষ্কার ছিল। আপনারাও সেটি দেখেছেন। সবাই শতভাগ দিয়ে চেষ্টা করেছি। পারি নাই। পরের ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে।”
আগামী বৃহস্পতিবার দুবাইয়ে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেদিন জিতলে নিশ্চিত হবে সুপার ফোর। হেরে গেলে বিদায় নিতে হবে শূন্য হাতে।