Published : 26 Oct 2023, 05:50 PM
জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম দিন ফিফটির দেখা পেয়েছেন শামসুর রহমান। ত্রিশ ছোঁয়া ইনিংস খেলেছেন প্রথম ছয় ব্যাটসম্যানের সবাই।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাটসম্যানদের সম্মিলিত অবদানে রংপুরের বিপক্ষে প্রথম দিন শেষে সিলেটের সংগ্রহ ৪ উইকেটে ২৬৭ রান।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৬২তম পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৭০ রানে অপরাজিত শামসুর। জাতীয় দলের একসময়ের ওপেনারের সামনে হাতছানি ২১তম সেঞ্চুরির।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ঝড় তোলেন তৌফিক খান। ৫ চার ও ১ ছয়ে ৩১ বলে ৩২ রান করে আউট হন তিনি।
দলকে একশ পার করিয়ে ফেরেন অধিনায়ক জাকির হাসান। প্রথম দুই রাউন্ডে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি করা জাতীয় দলের এই ওপেনার এবার করেন ৪২ রান।
তিন নম্বরে নেমে মিজানুর রহমান ৩৬ ও চারে নামা আসাদুল্লাহ আল গালিব খেলেন ৩৭ রানের ইনিংস। দেড়শ পেরোতে ৪ উইকেট হারানোর পর জুটি বাঁধেন শামসুর, তাওহিদুল ইসলাম।
অবিচ্ছিন্ন জুটিতে ১১৬ রান যোগ করেন দিন শেষ করেন তারা। ফিফটির সম্ভাবনা জাগিয়ে ৪৫ রানে অপরাজিত তাওহিদুল।
সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)
সিলেট ১ম ইনিংস: ৯০ ওভারে ২৬৭/৪ (তৌফিক ৩২, জাকির ৪২, মিজানুর ৩৬, আসাদুল্লাহ আল গালিব ৩৭, শামসুর ৭০*, তাওহিদুল ৪৫*; আসাদুল্লাহ হিল গালিব ১৭-২-৮২-১, আব্দুল গাফফার ২০-৪-৪০-১, রবিউল ৬-১-২৪-০, নবিন ১৪-২-৩৭-০, নিহাদউজ্জামান ২৪-৭-৫০-২, রিশাদ ৯-০-৩২-০)
হানুমের কবলে কক্সবাজারের ম্যাচ
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম স্তরের অন্য ম্যাচে খেলার কথা ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগের। কিন্তু আউটফিল্ড প্রস্তুত না থাকায় প্রথম দিন একটি বলও মাঠে গড়ায়নি।
ম্যাচ অফিসিয়ালরা জানান, ঘূর্ণিঝড় হানুমের প্রভাবে পানি উঠে গিয়েছিল মাঠে। যা এখনও পুরোপুরি নামেনি। বিভিন্ন জায়গায় রয়ে গেছে স্যাঁতস্যাঁতে অবস্থা।
তাই প্রথম দিন খেলা শুরু করা সম্ভব হয়নি। এমনকি দ্বিতীয় দিনেও খেলা হওয়ার সম্ভাবনা খুব কম। আপাতত রোদের দিকে তাকিয়ে আছেন অফিসিয়ালরা। মাঠ শুকালে খেলার শুরুর আশা তাদের।