Published : 02 Nov 2023, 06:21 PM
অফ স্পিনার শাহানুর রহমানের অফ স্টাম্পের বাইরের বল কাভারের দিকে খেলে দ্রুত এক রান পূর্ণ করলেন নাঈম ইসলাম। ৯৯ থেকে তিনি পৌঁছে গেলেন তিন অঙ্কের ঘরে। দারুণ শতকে অভিজ্ঞ এই ব্যাটসম্যান নাম লেখালেন রেকর্ড বইয়ে।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি শতকের রেকর্ড এতদিন ছিল শুধুই তুষার ইমরানের। সেখানে এবার ভাগ বসালেন নাঈম।
২০২১ সালে অবসরে যাওয়া তুষার ৩২ শতক করেন ১৮২ ম্যাচে। নাঈমের ৩২ শতক হয়ে গেল ১৬৭ ম্যাচে। প্রথম শ্রেণিতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখনও তুষারের।
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিন ঢাকা মেট্রোর হয়ে সিলেট বিভাগের বিপক্ষে রেকর্ড ছোঁয়া শতকটি করেছেন নাঈম। ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান দিন শেষে অপরাজিত আছেন ১৩৩ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০৪ রানে।
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট লিগে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ম্যাচে জোড়া শতকের পর এই প্রথম তিন অঙ্ক ছুঁলেন নাঈম।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম স্তরের এই ম্যাচে বৃহস্পতিবার শতকের স্বাদ পেয়েছেন ঢাকা মেট্রোর অধিনায়ক সাদমান ইসলামও। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১৩তম শতক এটি। দিন শেষে তিনি অপরাজিত আছেন ৩০০ বলে ১৫ চারে ১৫৭ রান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে স্রেফ ২ উইকেট হারিয়ে মেট্রোর রান এ দিন ৩৫৯। তৃতীয় উইকেটে ২২৭ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন নাঈম ও সাদমান।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৫৯/২ (নাঈম শেখ ৩৫, সাদমান ১৫৭*, জাহিদুজ্জামান ৩৫, নাঈম ইসলাম ১০৪*; আবু জায়েদ ১৪-৪-৫৩-১, জয়নুল ১১-১-৪৫-০, শাহানুর ১৮-২-৭০-০, খালেদ ১৪-১-৮০-১, নাবিল ২২-২-৫৪-০, শামসুর ১-০-৫-০, গালিব ৭-২-২৪-০, তাওফিক ৩-০-৯-০)
রংপুরকে গুঁড়িয়ে শাকিলের ৬ উইকেট
প্রথম স্তরের আরেক ম্যাচে ঢাকা বিভাগের পেসার সালাউদ্দিন শাকিলের তোপে পড়ে স্রেফ ১৫৮ রানে গুটিয়ে গেছে রংপুর বিভাগ।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঘাসের ছোঁয়া থাকা উইকেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই মেহেদি মারুফকে হারায় রংপুর। এরপর নিয়মিত উইকেট হারিয়ে অল্পেই থামে তারা। সর্বোচ্চ ৪৪ রান করেন আরিফুল হক।
স্রেফ ৩১ রানে ৬ উইকেট নেন শাকিল। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বার পাঁচ উইকেটের স্বাদ পেলেন বাঁহাতি এই পেসার।
দিন শেষে ঢাকার রান ২ উইকেটে ৪৭। এখনও ১১১ রানে পিছিয়ে আছে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর বিভাগ ১ম ইনিংস: ৬৭ ওভারে ১৫৮ (মাইশুকুর ২৪, মারুফ ০, অনিক ৭, শাকিল ১২, তানবীর ১৩, নবিন ৩৬, আরিফুল ৪৪, রিশাদ ০, নিহাদুজ্জামান ০, গালিব ১*; সুমন ১২-২-৩৬-১, শাকিল ১৫-৪-৩১-৬, নাজমুল ২১-৭-৪৬-১, এনামুল ৮-৩-২৪-১, তাইবুর ৯-৩-১৮-০, শুভাগত ২-২-০-১)
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১৯ ওভারে ৪৭/২ (মজিদ ২৮*, রনি ০, সাইফ ১১, তাইবুর ৮*; গালিব ৭-১-২১-১, নিহাদুজ্জামান ৯-৪-১৭-১, সাকলাইন ৩-১-৯-০)
ফের শতকের সুযোগ হাতছাড়া মুমিনুলের
শতকের সম্ভাবনা জাগিয়ে ফের আক্ষেপ সঙ্গী করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। শতক না পাওয়ার হতাশা সঙ্গী হয়েছে পারভেজ হোসেন ইমনেরও।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের এই ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম দিন ৮ উইকেটে ২৯১ রান তুলেছে চট্টগ্রাম বিভাগ।
মুমিনুল ১১৯ বলে ৭ চারে করেছেন ৮১ রান। ১২৬ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮২ রান করেছেন পারভেজ।
এর আগে প্রথম রাউন্ডে ৯৪, তৃতীয় রাউন্ডে ৮৮ রানে আউট হয়েছিলেন মুমিনুল।
৪৯ রানে ৪ উইকেট নিয়ে বরিশালের সফলতম বোলার কামরুল ইসলাম রাব্বি। আরেক পেসার রুয়েল মিয়ার প্রাপ্তি ৩টি।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম বিভাগ: ৮৫ ওভারে ২৯১/৮ (সৈকত ৬, পারভেজ ৮২, মুমিনুল ৮১, ইয়াসির ০, শামীম ৩১, শুকুর ৩১, নাঈম ১৯, মহিদুল ১০, ফাহাদ ৫*, ইয়াসিন ১৪*; রাব্বি ১৯-৩-৪৯-৪, রুয়েল ১৪-০-৬৩-৩, মইন ১০.৩-১-৩৮-০, সোহাগ ১০.৩-০-৪১-০, তানভির ১৫-১-৫১-০, সালমান ৭-১-২১-১, মইনুল ৯-২-১৮-০)
সাব্বিরের ফিফটি
সতীর্থদের ব্যর্থতার মাঝে দারুণ ইনিংস খেলেছেন সাব্বির রহমান। তবু অল্পেই গুটিয়ে গেছে তার দল।
দ্বিতীয় স্তরের ম্যাচে খুলনার বিপক্ষে রাজশাহী অল আউট হয়েছে ১৮৫ রানে। দিন শেষে খুলনার সংগ্রহ বিনা উইকেটে ১০৪ রান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় রাজশাহী। সাব্বিরের ৮৫ রানের সুবাদে দুইশর কাছাকাছি যেতে পারে তারা। সাব্বিরের ১৩৯ বলের ইনিংস গড়া ১১ চার ও এক ছক্কায়।
পরে খুলনার হয়ে ফিফটি করে অপরাজিত আছেন এনামুল হক। পঞ্চাশের দুয়ারে আছেন ইমরুল কায়েস।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী বিভাগ ১ম ইনিংস: ৫৯.৩ ওভারে ১৮৫ (মিজানুর ৬, সাব্বির হোসেন ৭, ইমরান ২১, আশিক ২, শাকির ০, সাব্বির রহমান ৮৫, শাহাদাত ০, সানজামুল ৪১, তাইজুল ২, মোহর ৭*, শফিকুল ২; আল আমিন ১২-২-৪৪-১, জিয়াউর ১১-৪-২৪-৩, হালিম ১০-২-৩৬-২, সৌম্য ৮-০-২৬-০, টিপু ৮-২-১৯-২, নাহিদুল ৮-৩-২১-০, মিঠুন ২.৩-০-৫-২)
খুলনা বিভাগ ১ম ইনিংস: ২৮ ওভারে ১০৪/০ (এনামুল ৫৭*, ইমরুল ৪৪*; শফিকুল ৯-১-৩৫-০, মোহর ৭-৩-৯-০, সানজামুল ৪-১-১৭-০, সাব্বির হোসেন ৩-০-২৫-০, তাইজুল ২-০-১০-০, শাহাদাত ৩-০-৬-০)