Published : 08 Feb 2023, 01:45 PM
নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসির এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন ভারতীয় এই ক্রিকেটার। শীর্ষে থাকা সাকিব আল হাসানের খুব কাছে এখন তিনি।
বুধবার প্রকাশিত ছেলেদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের মধ্যে পান্ডিয়া এগিয়েছেন এক ধাপ। টপকে গেছেন তিনি আফগানিস্তানের মোহাম্মদ নবিকে।
সাকিবের সঙ্গে তার রেটিং পয়েন্টের পার্থক্য এখন স্রেফ ২। ২৫২ পয়েন্ট নিয়ে চূড়ায় সাকিব, পান্ডিয়ার পয়েন্ট ২৫০।
গত বুধবার কিউইদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতের জয়ে বড় অবদান রাখেন পান্ডিয়া। ব্যাট হাতে ১ ছক্কা ও ৪টি চারে ১৭ বলে খেলেন ৩০ রানের ইনিংস। বল হাতে তিনি ছিলেন আরও দুর্দান্ত। স্রেফ ১৬ রান নেন ৪ উইকেটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা তার ক্যারিয়ার সেরা বোলিং।
এই অলরাউন্ড পারফরম্যান্সে তার নামের পাশে যোগ হয় ৩৩ রেটিং পয়েন্ট।
ওই ম্যাচেই ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড গড়েন শুবমান গিল। ৭ ছক্কা ও ১২ চারে ৬৩ বলে ১২৬ রানের সুবাদে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি। ১৬৮ ধাপ এগিয়ে যৌথভাবে ডেভিড মিলারের সঙ্গে ৩০ নম্বরে ডানহাতি এই ব্যাটসম্যান।
উন্নতি হয়েছে নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেলের। চার ধাপ এগিয়ে তিনি এখন টি-টোয়েন্টির ২৫তম ব্যাটসম্যান।
ব্যাটসম্যানদের তালিকায় আগের মতোই শীর্ষে সূর্যকুমার যাদব। দুইয়ে মোহাম্মদ রিজওয়ান। এক ধাপ এগিয়ে এখন তিনে বাবর আজম। ডেভন কনওয়ে নেমে গেছেন চারে।
বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি সবার ওপরে আফগানিস্তানের রশিদ খান।
নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ১৬ রানে দুই উইকেট নিয়ে ৮ ধাপ এগিয়েছেন আর্শদিপ সিং। ভারতীয় তরুণ এই পেসার আছেন ১৩তম স্থানে।
দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচও বিবেচনায় এসেছে এবারের হালনাগাদে।
৫৯ রানে জেতা ম্যাচে ১৩১ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে আছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ১১৮ রান করে ৩১ ধাপ এগিয়ে ৫৮তম স্থানে দাভিদ মালান। ফিফটি করে দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেনের অগ্রগতি ১১ ধাপ, আছেন ৪২ নম্বরে।
আগের মতোই শীর্ষে বাবর, দুইয়ে রাসি ফন ডার ডাসেন। কুইন্টন ডি কক এক ধাপ নিচে নেমে চারে আসায় ডেভিড ওয়ার্নার এখন তিনে।
জেসন রয় ও জো রুটের দুই ধাপ করে অবনতি হয়েছে। এতে তামিম ইকবাল (১৫তম) ও পল স্টার্লিং (১৬তম) এগিয়েছেন দুই ধাপ করে। মুশফিকুর রহিম এক ধাপ নিচে নেমে এখন যৌথভাবে অ্যালেক্স কেয়ারির সঙ্গে ২২ নম্বরে।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪০ রানে ৬ উইকেট নেওয়া জফ্রা আর্চার ১৩ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় এখন ২২তম স্থানে। দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি এগিয়েছেন ৫ ধাপ, অবস্থান ১৯তম।
আনরিখ নরকিয়া (৫১তম) তিন ধাপ নিচে নেমে যাওয়ায় এক ধাপ করে উন্নতি হয়েছে সিমি সিং (৪৮তম), জিশান মাকসুদ (৪৯তম) ও তাসকিন আহমেদের (৫০তম)।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ সিরাজ। ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার সাকিব।